চুরির অভিযোগ তুলে সিনিয়র এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ তামিলনাড়ুর কোয়েম্বত্তূরের এক কলেজে। এই ঘটনায় ১৩ জন প্রথম বর্ষের পড়ুয়াকে সাসপেন্ড (নিলম্বিত) করলেন কর্তৃপক্ষ।
তামিলনাড়ুর নেহরু ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ২০ মার্চ এই নির্যাতনের ঘটনা হয়েছে বলে অভিযোগ। মারধর করার ১ মিনিট ৪২ সেকেন্ডের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে (আনন্দবাজার ডট কম তার সত্যতা যাচাই করেনি)। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই সিনিয়র ছাত্রকে হাঁটু মুড়ে বসতে বাধ্য করা হচ্ছে। একটি হাত শূন্যে তুলে রয়েছেন তিনি। তাঁকে ঘিরে রয়েছেন অন্য ছাত্রেরা। মনে করা হচ্ছে, কলেজের হোস্টেলে এই কাণ্ড হয়েছে। সিনিয়র ওই ছাত্র কাতর ভাবে জানাচ্ছেন, তাঁর হাতে ব্যথা। এক বার পড়েও যান। যদিও তার পরেও শোনেননি বাকিরা।
শিক্ষা প্রতিষ্ঠানের ডেপুটি চিফ ওয়ার্ডেন মহেশ্বরন এই ঘটনার কথা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, চিফ ওয়ার্ডেন তথা অধ্যক্ষ এই ঘটনায় তদন্তের জন্য কমিটি গঠন করেছেন। ১৩ জন অভিযুক্ত পড়ুয়াকে শনাক্ত করে সাসপেন্ড করা হয়েছে। থানাতেও বিষয়টি জানানো হয়েছে। সোমবার অভিভাবকদের নিয়ে ওই সাসপেন্ড হওয়া পড়ুয়াদের তদন্ত কমিটির সামনে হাজিরা দিতে বলা হয়েছে। তামিলনাড়ুর কোয়েম্বত্তূর জেলা পুলিশ জানিয়েছে, এই বিষয়ে তারাও প্রয়োজনীয় অনুসন্ধান শুরু করেছে।