লোকসভা নির্বাচনের আগে মতানৈক্যের কারণে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল তামিলনাড়ুর বিরোধী দল এডিএমকে। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। তার আগে গত কাল এডিএমকে-র শীর্ষ নেতা ই পলানিস্বামী দিল্লি এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন। তা আসন্ন বিধানসভা নির্বাচনে দু’দলের জোটের সম্ভাবনাকে নতুন করে উস্কে দিয়েছে।
পলানিস্বামীর নেতৃত্বে গত কাল এডিএমকে-র শীর্ষ নেতৃত্বের প্রতিনিধি দল শাহের সঙ্গে বৈঠক করে। যদিও বৈঠকের পরে জোটের বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি দু’পক্ষই। তবে সূত্রের মতে, উভয় শিবিরই বুঝতে পারছে কোনও দলেরই একার পক্ষে ডিএমকে-কে হারানো সম্ভব নয়। তাই নিজেদের বিরোধ দূরে সরিয়ে কাছে আসার ইঙ্গিত দিয়েছে উভয় শিবির।
সূত্রের মতে, রাজ্যে জোটের প্রশ্নে একাধিক শর্ত রেখেছে এডিএমকে। যার মধ্যে প্রধান হল তামিলনাড়ুর রাজ্য বিজেপি সভাপতি কে আন্নামালাইয়ের ডানা ছাঁটা। এডিএমকে নেতৃত্বের অভিযোগ, মূলত আন্নামালাইয়ের কারণে গত লোকসভার আগে দু’দলের জোট ভাঙে। সে কারণে গোড়া থেকেই আন্নামালাই প্রশ্নে নিজেদের আপত্তি জানিয়ে রাখার কৌশল নিয়েছে এডিএমকে শিবির। নতুন শিক্ষা নীতিতে তামিল ভাষার পরিবর্তে হিন্দিকে চাপিয়ে দেওয়ার অভিযোগে সরব ডিএমকে। এ নিয়ে তামিল জনগণের সমর্থনও রয়েছে তাদের প্রতি। ওই বিষয়টি নিয়েও ভবিষ্যতে নতুন করে বিতর্ক যাতে না-হয়, তা নিশ্চিত করতে শাহের কাছে তদ্বির করেন এডিএমকে নেতৃত্ব। রাজ্যের ডিএমকে নেতৃত্বের বিরুদ্ধে যে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে, সেই তদন্তও দ্রুত যাতে পরিণতি পায় তা নিশ্চিত করার দাবি জানানো হয়। এডিএমকের মতে, ভোটের আগে ডিএমকের শীর্ষ নেতৃত্বকে দুর্নীতি প্রশ্নে গ্রেফতার করা গেলে ভোটের আগে রাজনৈতিক ফায়দা দেবে বিরোধীদের।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)