একই এপিক নম্বরে একাধিক ভোটার কার্ডের বিষয়টি নিয়ে তৃণমূল-সহ বিরোধীরা লাগাতার সংসদে আলোচনার জন্য চাপ তৈরি করার পরে, আজ রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের প্রাথমিক আশ্বাস মিলল। তৃণমূল আশা করছে, আগামী সপ্তাহে বিষয়টি নিয়ে স্বল্পমেয়াদী আলোচনা হতে পারে রাজ্যসভায়।
আজও এই বিষয়টি নিয়ে আলোচনার দাবিতে ২৬৭ ধারায় (সব কাজ মুলতুবি করে আলোচনা) ছ’টি নোটিস জারি করেছে তৃণমূল-সহ বিরোধীরা। তবে আজ তৃণমূলের
রাজ্যসভার দুই সাংসদ সুখেন্দুশেখর রায় এবং সাগরিকা ঘোষ আলাদা করে অধিবেশন চলাকালীন ধনখড়কে প্রস্তাব দেন, তিনি যদি চান, তা হলে এই নোটিসকে বদলে তাকে স্বল্পমেয়াদী আলোচনায় পরিবর্তন করুন। চেয়ারম্যান জানান, প্রস্তাবটি ভাল, তিনি তা বিবেচনা করছেন। গত কাল নির্বাচন কমিশনের কর্তারা আধার কর্তৃপক্ষের
সঙ্গে বৈঠকের পরে একটি প্রেস বিবৃতি প্রকাশ করেন। আজ দলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, “সংসদ অধিবেশন চলছে। আমরা কোনও গোঁজামিল পদ্ধতি বা সংবাদ বিবৃতিতে বিশ্বাস করি না। এপিক নম্বরের বিষয়টি নিয়ে চুলচেরা আলোচনা চাই সংসদ কক্ষে।”
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)