প্রতিবন্ধী ব্যক্তিকে মারধরের সেই দৃশ্য। ছবি: সংগৃহীত।
হাত ধোওয়ার জন্য জল চাওয়ায় প্রতিবন্ধী এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল উত্তরপ্রদেশ পুলিশের প্রান্তীয় রক্ষক দলের (পিআরডি) দুই কর্মীর বিরুদ্ধে। সেই ঘটনার একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই দেওরিয়ার মুখ্য উন্নয়ন আধিকারিক এই ঘটনার তদন্তের জন্য একটি দল গঠন করেছেন। অন্য দিকে, জেলার পুলিশ সুপার সঙ্কল্প শর্মা সংবাদমাধ্যমে জানিয়েছেন, অভিযুক্ত দুই পিআরডি কর্মীকে চিহ্নিত করে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযুক্তেরা হলেন, রাজেন্দ্র মানি এবং অভিষেক সিংহ।
No this is not an old video, also published in FreePressJournal.
— RAHUL (@RahulSeeker) July 30, 2023
UP's Deoria District & the two Shaktimaan beating the specially-abled man on tricycle are from Prantiya Rakshak Dal (PRD) Jawans on duty. pic.twitter.com/GDPWfpCMO0
পুলিশ সূত্রে খবর, আক্রান্ত ব্যক্তির নাম সচিন সিংহ। তাঁর অভিযোগ, শনিবার রাতে তাঁর মোটরচালিত হুইলচেয়ার নিয়ে বাড়িতে ফিরছিলেন। সেই সময় রাস্তায় একটি কচ্ছপ দেখতে পান। সেটিকে উদ্ধার করে কাছেই একটি পুকুরে ছেড়ে দিয়ে আসেন। তার পর আবার বাড়ির পথে রওনা দেন। রাস্তায় দুই পিআরডি কর্মীকে দেখতে পেয়ে হাত ধোওয়ার জন্য চল চেয়েছিলেন সচিন। তখনই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।
সচিন বলেন, “কচ্ছপটিকে পুকুরে ছেড়ে দিয়ে ফেরার পথে কর্তব্যরত দুই পিআরডি জওয়ানকে দেখতে পাই। আমার হাতে কচ্ছপের গন্ধ থাকায় ওই দু’জনের কাছে জল চেয়েছিলাম। কিন্তু ওঁরা আমাকে শাসাতে শুরু করেন। হুমকি দেন জেল খাটানোর। তার পরই আমাকে মারধর করতে শুরু করেন। কেড়ে নেওয়া হয় আমার গাড়ির চাবিও।” ২০১৬ সালে মুম্বইয়ে ট্রেন দুর্ঘটনায় দু’টি পা বাদ গিয়েছে বছর ছাব্বিশের সচিনের। তিনি মোবাইলের সিম বিক্রি করেন এবং একটি রেস্তরাঁর ডেলিভারি বয় হিসাবেও কাজ করেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy