কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে পকসো মামলায় সিআইডির দেওয়া নতুন একটি চার্জশিট আজ গ্রহণ করল বেঙ্গালুরুর বিশেষ আদালত। প্রবীণ ওই বিজেপি নেতা ও আরও তিন অভিযুক্তকে সমন পাঠিয়ে ১৫ মার্চ কোর্টে হাজির হতে বলা হয়েছে।
২০২৪ সালের ১৪ মার্চ ইয়েদুরাপ্পার বিরুদ্ধে ওই মামলা রুজু হয়েছিল। এক মহিলা দাবি করেন, ওই বছর ২ ফেব্রুয়ারি ১৭ বছর বয়সি মেয়েকে নিয়ে তিনি সাহায্য চাইতে গিয়েছিলেন ইয়েদুরাপ্পার বেঙ্গালুরুর বাড়িতে। অভিযোগ, সেই সময়ে ইয়েদুরাপ্পা ওই কিশোরীকে যৌন হেনস্থা করেন। গত ২৭ জুন সিআইডি ফাস্ট ট্র্যাক কোর্টে পেশ করা চার্জশিটে দাবি করে, ইয়েদুরাপ্পা এবং অন্য তিন অভিযুক্ত টাকা দিয়ে ওই মা-মেয়ের মুখ বন্ধ করতে চেয়েছিলেন। তাতে পকসো আইনের কয়েকটি ধারায় অভিযুক্ত করা হয় তাঁকে। তাঁর দুই সহকারী অরুণ ওয়াই এম, রুদ্রেশ এম এবং জি মরিস্বামীকে তথ্যপ্রমাণ লোপাট ও অপরাধ ধামাচাপা দিতে উপঢৌকন দেওয়ার দায়ে অভিযুক্ত করা হয়। অভিযোগ অস্বীকার করে কোর্টে ইয়েদুরাপ্পার আইনজীবী দাবি করেন, ওই মা-মেয়ে অন্য এক জনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে তাঁর দ্বারস্থ হয়েছিলেন। যদিও সরকার পক্ষ পাল্টা দাবি করে, ইয়েদুরাপ্পার বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। ইতিমধ্যে, গত মে মাসে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত অভিযোগকারিণী মায়ের মৃত্যু হয়েছে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)