প্রতীকী ছবি।
কুড়মালি বিক্ষোভের জেরে প্রায় ছ’দিন অবরুদ্ধ ছিল রেল ও সড়কপথ। রেলের দক্ষিণ-পূর্ব শাখায় একাধিক ট্রেন বাতিল করা হয়। খড়্গপুর ও আদ্রা ডিভিশনের অনেক ট্রেনের যাত্রাপথ বদলে দেওয়া হয়। কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়। তীব্র ভোগান্তির শিকার হন যাত্রীরা। তবে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি ও পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে রেল অবরোধ উঠে যাওয়ায় কিছু ট্রেন আগের সূচি মেনেই নির্ধারিত যাত্রাপথে চলবে। রবিবার বিজ্ঞপ্তি দিয়ে দক্ষিণ-পূর্ব রেলের তরফে এই কথা জানানো হয়।
রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৫ সেপ্টেম্বর (রবিবার) খড়্গপুর-রাঁচী এক্সপ্রেস ‘স্পেশাল ট্রেন’ হিসাবে নির্ধারিত যাত্রাপথেই চলবে। একই ভাবে রাঁচী-খড়্গপুর এক্সপ্রেস, আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু প্যাসেঞ্জার ট্রেনকেও স্পেশাল ট্রেন হিসাবে আগের সূচি মেনেই চালানো হবে।
আদ্রা-বরাভূম-আদ্রা মেমু প্যাসেঞ্জার, হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস নির্ধারিত সূচি মোতাবেকই চলবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy