মারা গেলেন সনিয়া গাঁধীর মা পাওলো মাইনো। শনিবার ইতালিতে নিজের বাসভবনে মারা যান তিনি। নবতিপর মাইনোর মৃত্যুর খবর গাঁধী পরিবারের কারও তরফে জানানো না হলেও বুধবার দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ টুইট করে এই খবরটি জানান।
জয়রামের টুইটে জানানো হয়, শনিবার মাইনো মারা যান। রবিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। প্রসঙ্গত, অসুস্থ মায়ের পাশে থাকার জন্য গত ২৩ অগস্ট থেকেই ইতালিতে রয়েছেন সনিয়া গাঁধী। দিদিমার সঙ্গে দেখা করতে সেখানে রয়েছেন রাহুল, প্রিয়ঙ্কাও। দলের সভাপতি নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের জন্য এআইসিসির বৈঠকে ইতালি থেকেই ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন সনিয়া, রাহুল এবং প্রিয়ঙ্কা।
Smt. Sonia Gandhi’s mother, Mrs. Paola Maino passed away at her home in Italy on Saturday the 27th August, 2022. The funeral took place yesterday.
— Jairam Ramesh (@Jairam_Ramesh) August 31, 2022