ছবি: সংগৃহীত।
ভারতীয় গণতন্ত্রের পক্ষে এ বড় কঠিন সময়। এমনটাই মনে করেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। তাঁর মতে, গণতান্ত্রিক ব্যবস্থার মূল শর্ত হিসাবে দেশবাসীর নিজস্ব মতামত প্রকাশের অধিকার থাকলেও তা খর্ব করা হচ্ছে। বাক্-স্বাধীনতার সাংবিধানিক অধিকার ছাড়াও খণ্ডিত হচ্ছে বিরুদ্ধ মতপ্রকাশের স্বাধীনতাও। সনিয়ার দাবি, গণতান্ত্রিক কাঠামো রক্ষার দায়িত্ব সরকারের হলেও, তার বিপরীত মেরুতে অবস্থান করছে নরেন্দ্র মোদী সরকার। শনিবার দেশের ৭৪তম স্বাধীনতা দিবসে নিজের ভাষণে মোদী সরকারকে এ ভাবেই আক্রমণ করলেন কংগ্রেস সভানেত্রী।
গত কাল সনিয়া বলেন, “মনে হয়, বর্তমান সরকার গণতান্ত্রিক ব্যবস্থা, সাংবিধানিক মূল্যবোধ এবং চিরাচরিত ঐতিহ্যের বিপরীতে অবস্থান করছে। ভারতীয় গণতন্ত্রের পক্ষে এ বড় পরীক্ষার সময়।” কেন এ কথা মনে করেন সনিয়া? সে উত্তরও দিতে গিয়ে প্রধানমন্ত্রীর দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। সনিয়ার জিজ্ঞাসা, “আজ এ দেশে লেখালেখি করা, মতামত জাহির করার, প্রশ্ন করার, বিরুদ্ধ মত পোষণ করার, নিজস্ব মতামত বজায় রাখার বা জবাবদিহি করার স্বাধীনতা আছে কি?”
স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ভাষণে আত্মনির্ভর ভারতের স্বপ্ন ফিরি করার চেষ্টা করলেও তাতে যে বিরোধী তথা সনিয়া গাঁধী আক্রমণের ধার কিছুমাত্র কমেনি, তা তাঁর গত কালের বার্তায় স্পষ্ট। গণতান্ত্রিক কাঠামোয় দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালনে দেশের সরকারকে ফের এক বার নিজের কর্তব্যের কথা মনে করিয়ে দিয়েছেন সনিয়া। তাঁর কথায়, “এক দায়িত্বশীল বিরোধীর মতোই এই দায়িত্ব পালনে এবং ভারতের গণতান্ত্রিক স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সর্বাত্মক ভাবে সচেষ্ট।’’
আরও পড়ুন: স্বাধীনতা দিবসেও অব্যাহত তিক্ততা, চা-চক্রে মমতা যোগ না দেওয়ায় ঝাঁঝালো টুইট রাজ্যপালের
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy