ছবি টুইটার।
সন্তানের সাফল্যে সব মায়েরাই গর্ব বোধ করে থাকেন। কিন্তু সন্তান যখন মায়ের মতোই কীর্তি গড়েন, তখন যে কোনও মায়ের হৃদয়েই এক অনাবিল আনন্দ সঞ্চারিত হয়। ঠিক তেমন অনুভূতিই ধরা পড়েছে মেজর স্মিতা চতুর্বেদীর মনে।
২৭ বছর আগে সেনা প্রশিক্ষণ কেন্দ্র থেকে পাশ করেছিলেন স্মিতা। তার পর সেনায় কাজ করেছেন তিনি। ২৭ বছর পর একই প্রশিক্ষণ কেন্দ্র থেকে পাশ করলেন স্মিতার পুত্র। ছেলের এই সাফল্যে স্বাভাবিক ভাবেই অভিভূত স্মিতা।
A rare euphoric moment for a Lady Officer:
— Defence PRO Chennai (@Def_PRO_Chennai) July 30, 2022
Major Smita Chaturvedi (Retd) Commissioned from Officers Training Academy, Chennai before 27 years in 1995, saw her son getting Commissioned in the same manner in the same Academy today. @artrac_ia @SpokespersonMoD @DefenceMinIndia pic.twitter.com/hGRaAbQS0k
চেন্নাইয়ে প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ বিভাগের টুইটার অ্যাকাউন্ট থেকে স্মিতা ও তাঁর পুত্রের এই কাহিনি তুলে ধরা হয়েছে। টুইটে ছোট্ট ভিডিয়োতে স্মিতার বক্তব্যও তুলে ধরা হয়েছে। ছেলের এই কৃতিত্বে তিনি যে উচ্ছ্বসিত, সে কথাই বলেছেন স্মিতা। তাঁর চোখে-মুখে আনন্দের বন্যা। মা-ছেলের এই মুহূর্ত নিয়ে আপ্লুত নেটাগরিকরাও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy