প্রবল শিলাবৃষ্টিতে রাজস্থানের চুরু শহরের রাস্তা ঢাকা পড়ল বরফে। গত কয়েক দিন ধরেই রাজস্থানের একাধিক এলাকায় ঝড়বৃষ্টি হচ্ছে। অনেক জায়গাতেই তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি পৌঁছে গিয়েছে। রবিবারের আগে পরিস্থিতির খুব একটা উন্নতি হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এরই মাঝে শিলাবৃষ্টির পর রাজস্থানের রাস্তার ছবি এবং ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
আরও পড়ুন:
রাজস্থানের উত্তর-পূর্বে চুরু শহরটিকে ‘থর মরুভূমির প্রবেশপথ’ বলা হয়। এই শহর থেকেই মরুভূমির সূচনা। গ্রীষ্মকালে এই অংশের তাপমাত্রা ৫০ ডিগ্রি ছাড়িয়ে যায়। সম্প্রতি তাপমাত্রা নেমে গিয়েছে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াসে।

শিলাবৃষ্টির পর রাজস্থানের চুরুর রাস্তা। ছবি: এক্স।
শুক্রবার ভারী বৃষ্টি হয়েছে চুরু, বিকানের, শ্রীগঙ্গাগর, আলওয়ারের বিস্তীর্ণ এলাকায়। দীর্ঘ ক্ষণ ধরে শিলাবৃষ্টিও হয়েছে। তার পরেই দেখা যায়, রাস্তাঘাট সাদা হয়ে গিয়েছে। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, রাস্তার উপরে এমন ভাবে বরফের টুকরো পড়ে আছে যে, দূর থেকে দেখে মনে হচ্ছে, এলাকায় তুষারপাত হয়েছে। এক যুবককে নিজের বাড়ির দরজার সামনে থেকে বেলচা দিয়ে বরফ সরাতেও দেখা গিয়েছে। মরুভূমির একাংশেও বরফ পড়েছিল। তবে এই ভিডিয়ো এবং ছবির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

চুরুতে লাঠি, বেলচা দিয়ে বরফ সরাচ্ছেন সাধারণ মানুষ। ছবি: এক্স।
আচমকা আবহাওয়ার অবনতি হওয়ায় সপ্তাহান্তে রাজস্থানের বেশ কিছু এলাকায় সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া দফতর। বৃষ্টিতে চাষের অনেক ক্ষতি হয়েছে। বিস্তীর্ণ জমিতে ফসল নষ্ট হয়ে গিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, জয়পুর এবং ভরতপুর ডিভিশনের একাধিক জেলায় শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার হতে পারে শিলাবৃষ্টি।
পারদপতন এবং বৃষ্টি সাময়িক। হাওয়া অফিস এ-ও জানিয়েছে, মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে তাপমাত্রা বাড়বে। রাজস্থানের একাধিক জেলায় তীব্র গরম অনুভূত হতে পারে মার্চ থেকেই। এমনকি, তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। মার্চ থেকে মে মাস পর্যন্ত তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে অনেকটা উপরে।