মোবাইল ছিনতাইয়ের সেই দৃশ্য। ছবি সৌজন্য টুইটার।
নদীর উপর রেলসেতুতে ‘স্পাইডারম্যান’-এর মতো ঝুলে ছিল ছিনতাইবাজ। ট্রেন আসতেই দরজার ধারে বসে থাকা এক যাত্রীর হাত থেকে খপ করে তুলে নিল মোবাইল। এত কম সময়ের মধ্যে ঘটনাটা ঘটেছে যে, যাত্রী নিজেও ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিলেন। তিনি বুঝতেই পারেননি যে ফোনটা হাত থেকে পড়ে গেল নাকি, কেউ তুলে নিল!
ট্রেনে ছিনতাই হামেশাই হয়। কারও টাকার ব্যাগ তো কারও মোবাইল। কিন্তু নদীর উপর সেতুতে ঝুলে থেকে চলন্ত ট্রেনে যাত্রীর হাত থেকে মোবাইল ছিনতাইয়ের দৃশ্য সহজে দেখা যায় না বললেই চলে। ঘটনাটি বেগুসরাইয়ের।
रेलवे ब्रिज पर चलती ट्रेन में लूट का नया तरीका, जान जोखिम में डालकर अपराधी लूटते हैं मोबाइल, रेलवे ब्रिज से अपने हाथ और पैर को बांध कर ट्रेन की गेट पर खड़े यात्रियों के मोबाइल झपटते हैं लुटेरे, बेगूसराय के पास रेलवे ब्रिज पर एक यात्री से मोबाइल झपटने का वीडियो आया सामने pic.twitter.com/lD8gtgz0ll
— Nitish chandra (@NitishIndiatv) June 8, 2022
সম্প্রতি এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে একটি ট্রেন রেলসেতুর উপর দিয়ে যাচ্ছে। একটি কামরায় ট্রেনের গেটের সামনে দুই যুবক বসে রয়েছেন। তাঁরা ছবি তুলছিলেন। তখনও তাঁরা জানতেন না যে সেতুতে তাঁদের জন্য কী অপেক্ষা করছিল। ট্রেন সেতুর মাঝামাঝি আসতেই থামের আড়ালে লুকিয়ে ঝুলে থাকা ছিনতাইবাজ ছোঁ মেরে এক যুবকের মোবাইল তুলে নিল। এত কম সময়ে বিষয়টি ঘটেছে যে ভিডিয়ো দেখেও বোঝার উপায় নেই কী ঘটনা ঘটল! ভিডিয়োটিকে খুব ধীর গতিতে দেখলে তবেই বোঝা যাবে যে, সেতুতে ঝুলে থাকা এক ব্যক্তি মোবাইলটি তুলে নিল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy