Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Silchar

প্রতিবন্ধীদের অধিকার জানাতে পথ চলা ক্রাচে

একটি স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে প্রতিবন্ধীদের অধিকার নিয়ে যথাসাধ্য কাজ করছেন ময়ঙ্ক৷ আবার শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা বিভিন্ন এনজিও-ও তাঁর পরামর্শ চায় বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে৷ তাই নিজের পায়ে শক্তি না-থাকলেও আক্ষরিক অর্থেই ছুটছেন ময়ঙ্ক৷

ময়ঙ্ক শেখর। নিজস্ব চিত্র

ময়ঙ্ক শেখর। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শিলচর শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২০ ০২:৪৪
Share: Save:

লড়াই শুরু ছ’মাস বয়স থেকে৷ পোলিয়োয় আক্রান্ত হয়ে হাসপাতালে কাটে পুরো দু’বছর৷ হাসপাতাল থেকে যখন ছাড়া পান, তখনও বিছানা থেকে ওঠার সুযোগ ছিল না৷ ডান পায়ের হাঁটু ভাঁজ করতে পারলেও বাঁ পা না-থাকারই মতো৷ সেটি আর ঠিক হয়নি৷ ক্রাচে ভর করেই ময়ঙ্ক শেখর এখন শিলচর এনআইটি-র ডিপার্টমেন্টাল টেকনিক্যাল অ্যান্ড অ্যাকাডেমিক ল্যাবরেটরির ইনচার্জ৷ পিএচডি করছেন কম্পিউটার সায়েন্সেসে৷ এর পাশাপাশি অন্য প্রতিবন্ধীদের লড়াইয়ে শরিক হচ্ছেন তিনি৷

একটি স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে প্রতিবন্ধীদের অধিকার নিয়ে যথাসাধ্য কাজ করছেন ময়ঙ্ক৷ আবার শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা বিভিন্ন এনজিও-ও তাঁর পরামর্শ চায় বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে৷ তাই নিজের পায়ে শক্তি না-থাকলেও আক্ষরিক অর্থেই ছুটছেন ময়ঙ্ক৷ ২০০৮ সালে বিহার থেকে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে শিলচর এনআইটিতে বি-টেক করেছেন৷ তেজপুরে করেন এম-টেক৷ বিয়ে করেছেন ২০১৮-তে। ১৫ মাসের একটি মেয়ে আছে। তবে সংসারে থিতু হয়ে বসে থাকতে রাজি নন। ময়ঙ্কের আক্ষেপ, “ব্যক্তিগত ভাবে বন্ধুদের পাশে পেয়েছি সব জায়গায়৷ কিন্তু এমনটা আর ক’জনের ভাগ্যে জোটে! যাঁদের প্রকৃতই সাহায্যের প্রয়োজন, তাঁদের সবাই দূর-দূর করেন৷” এই অবস্থার পরিবর্তন আনতে ময়ঙ্কের নিশানা দুঃস্থ পরিবারের প্রতিবন্ধীরা৷ বলেন, “অনেক প্রতিবন্ধী নিজেদের অধিকার, সুযোগসুবিধা সম্পর্কে সচেতন নন৷ তাঁদের সেই প্রয়োজনীয় তথ্যগুলি জানানোর চেষ্টা করি৷”

অন্য বিষয়গুলি:

Silchar Specially Abled
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy