Advertisement
২৩ নভেম্বর ২০২৪
National News

রিমোট কন্ট্রোল তাদের হাতেই, দর কষাকষির মাঝেই বিজেপিকে খোঁচা শিবসেনার

উদ্ধব ঠাকরের দল যে নিজেদের দাবিতে অনড় থাকবে, তার ইঙ্গিত মিলেছে শিবসেনার মুখপত্র সামনার রবিবাসরীয় একটি নিবন্ধ থেকে।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৯ ১৯:০৮
Share: Save:

২০১৪-র তুলনায় বিধানসভা নির্বাচনে আসনসংখ্যা কমলেও আস্ফালন কমছে না শিবসেনার। উল্টে উদ্ধব ঠাকরের দলের দাবি, ক্ষমতার ‘রিমোট কন্ট্রোল’ তাঁদের হাতেই রয়েছে। শুধু তা-ই নয়, মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে দর কষাকষির মাঝেই বিজেপির বিরুদ্ধে সুর চড়াল শিবসেনা

উদ্ধব ঠাকরের দল যে নিজেদের দাবিতে অনড় থাকবে, তার ইঙ্গিত মিলেছে শিবসেনার মুখপত্র সামনার রবিবাসরীয় একটি নিবন্ধ থেকে। এ দিন তাতে দলের মুখ্য সচেতক সঞ্জয় রাউত লিখেছেন, ‘২০১৪ সালের ৬৩-র তুলনায় এ বার সেনা ৫৬টা অর্থাত্ কম আসন জিতেছে বটে। তবে ক্ষমতার রিমোট কন্ট্রোল আমাদের হাতেই রয়েছে। বিজেপির পিছনে শিবসেনা ঘুরবে, (ভোটের ফলাফল বেরনোর পর) তাদের এই স্বপ্ন ভেঙে গিয়েছে। একটি কার্টুন দেখা যাচ্ছে,পদ্মফুল (বিজেপির প্রতীক) হাতে নিয়ে রয়েছে বাঘ (শিবসেনার প্রতীক),এর থেকে সাম্প্রতিক পরিস্থিতির অনেকটাই বোঝা যাচ্ছে। কাউকেই যেন গুরুত্বহীন বিবেচনা না করা হয়, এটাই হচ্ছে ওই কার্টুনের বার্তা।’

সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে সঙ্গে হাত মিলিয়ে লড়াই করলেও ফলাফল বেরনোর পর দেখা গিয়েছে, গত বারের তুলনায় কম আসনে জিতেছে বিজেপি। ২০১৪-তে বিজেপির আসনসংখ্যা ছিল ১২২। কিন্তু, ২০১৯-এ তা গিয়ে দাঁড়ায় ১০৫-এ। বিজেপির মতোই শিবসেনারও আসনসংখ্যায় ঘাটতি হয়েছে। তা সত্ত্বেও বিজেপির উপর গর্জন করতেও ছাড়ছে না শিবসেনা। আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রিত্বের দাবিতে এখনও অনড় রয়েছেন উদ্ধব ঠাকরে। এ নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে লিখিত আশ্বাসও চেয়েছে তাঁর দল।

আরও পড়ুন: অস্ত্র ফেলে দেওয়ার পরও যুবককে পাঁচটি গুলি ক্যালিফোর্নিয়ার পুলিশের, মিলল প্রশংসাও

আরও পড়ুন: সামনেই অযোধ্যা রায়, রাজনৈতিক দলগুলির দায়িত্ব স্মরণ করালেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন: মেধাবী ছাত্র, ক্লাব ফুটবলে স্টার, সব ছেড়ে হাতে বন্দুক তুলে নেন বাগদাদি

এ দিন সামনায় রাউত লিখেছেন, ‘১৬৪টির মধ্যে ১৪৪টি আসন জেতার বিজেপির স্ট্র্যাটেজি নস্যাত্ করে দিয়েছেন ভোটাররা। নির্বাচনের ফলাফলেই বোঝা যায়, কংগ্রেস-এনসিপি নেতাদের বিজেপিতে টেনে এনে আসনসংখ্যা বাড়ানোর অনৈতিক চিন্তার পরাজয় ঘটেছে।’

সঞ্চয়ের মতে, সাতারা উপনির্বাচনে এনসিপি থেকে বিজেপিতে যোগ দেওয়া প্রার্থী উদয়রাজে ভোঁসলের হারেস্পষ্ট বার্তা পাওয়া যায় যে ভোটে জেতার জন্য যা খুশি করা যায় না। তাঁর দাবি, যাঁদের অহঙ্কারে মাটিতে পা পড়ে না, তাঁদের অবস্থা উদয়রাজের মতো হবে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy