সুনন্দ পুষ্কর এবং শশী তারুর। ফাইল ছবি।
সুনন্দা পুষ্কর মৃত্যু মামলা থেকে মুক্ত হলেন কংগ্রেস সাংসদ শশী তারুর। বুধবার দিল্লির একটি আদালত ওই মামলার সমস্ত অভিযোগ থেকে তাঁকে মুক্ত করেছে। ২০১৪ সালের ১৭ জানুয়ারি দিল্লির একটি অভিজাত হোটেলে উদ্ধার হয় তারুরের স্ত্রী সুনন্দার দেহ। তার পর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তিরুঅনন্তপুরমের সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের করে দিল্লি পুলিশ।
সেই সময় মেডিক্যাল রিপোর্ট জানান দিয়েছিল সুনন্দার শরীরে মাদকের উপস্থিতি। খুনের ষড়যন্ত্রের বিষয়টি উঠে এলেও, আত্মহত্যা ধরে নিয়েই মামলা দায়ের করে পুলিশ। তারুরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ(পারিবারিক হিংসা) এবং ৩০৬ (আত্মহত্যায় প্ররোচনা) ধারায় অভিযোগ আনা হয়েছিল। এই অভিযোগগুলি থেকেই বুধবার মুক্ত হলেন তিনি।
এত বছর পর স্ত্রীর মৃত্যু মামলা থেকে মুক্তি পেয়ে খুশি সংসদে বাগ্মী হিসাবে পরিচিত তারুর। আদালতের রায়ের পর তিনি বলেছেন, ‘‘আদালতকে ধন্যবাদ। সাড়ে সাত বছর ধরে চরম নির্যাতন চলেছে। রায়ের প্রশংসা করছি।’’
"...Significant conclusion to long nightmare which had enveloped me after tragic passing of Sunanda...Fact that justice has been done will allow all of us in the family to mourn Sunanda in peace," Shashi Tharoor after being discharged by Delhi Court in Sunanda Pushkar death case pic.twitter.com/30SRaM3iiO
— ANI (@ANI) August 18, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy