পহেলগাম জঙ্গি হামলার দায় অস্বীকার করল পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তইবার ছায়া সংগঠন ‘দ্য রেসিসট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)। হামলার পরেই সমাজমাধ্যমে এক বিবৃতি ছড়িয়েছিল। তাতে ওই সন্ত্রাসের দায় নিয়েছিল টিআরএফ। যদিও এখন তাদের দাবি, ওই বিবৃতি ভুয়ো। উল্টে ভারতেরই সাইবার-ইনটেলিজেন্সের দিকে আঙুল তুলেছে তারা। ভারতীয় গোয়েন্দাদের বক্তব্য, নিরীহ পর্যটকদের হত্যা করার ফলে কাশ্মীরে ব্যবসা বন্ধ হওয়ার মুখে। পর্যটন স্তব্ধ। আগামী এক বছরেও পরিস্থিতি স্বাভাবিক হবে কি না, সন্দেহ রয়েছে কাশ্মীরিদেরই। ফলে আমজনতা প্রবল ক্ষুব্ধ ওই সংগঠনের উপরে। আর তা বুঝেই নিজেদের দায় অস্বীকার করছে ওই সংগঠন।
আজ একটি বার্তায় জঙ্গি সংগঠনটি জানিয়েছে, ‘‘পহেলগামের ঘটনার সঙ্গে কোনও রকম যোগ থাকার কথা স্পষ্টতই অস্বীকার করছে টিআরএফ। যে ভাবে টিআরএফের নাম জড়ানো হচ্ছে, তা মিথ্যা।’’ তারা আরও দাবি করেছে, যে বিবৃতি সমাজমাধ্যমে ছড়িয়েছিল, তা ‘অননুমোদিত’ এবং ‘পরিকল্পনামাফিক সাইবার হামলা’। টিআরএফের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ঘটনার অন্তর্তদন্ত করেছিল। তাতে স্পষ্ট কোনও বহিরাগত শক্তি তথ্য নয়ছয় করেছে। আর এতে তাদের সন্দেহের তির ভারতীয় গোয়েন্দাদের দিকে। জঙ্গি সংগঠনটি জানিয়েছে, অপরাধের উৎসের সন্ধানে তারা পূর্ণাঙ্গ তদন্ত করছে। নতুন বিবৃতিতে টিআরএফ দাবি করেছে, ‘‘পহেলগাম হামলার কিছু পরেই একটি সংক্ষিপ্ত ও অনুমোদিত বার্তা আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে পোস্ট করা হয়েছিল। আমরা নিশ্চিত, পরিকল্পনামাফিক সাইবার অনুপ্রবেশ ঘটেছিল। ভারতের ডিজিটাল যোদ্ধা-বাহিনীর এটা খুব চেনা ছক।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)