Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Security Breach of Narendra Modi

মোদীর নিরাপত্তায় গলদ, দু’বছর পর সাত পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল পঞ্জাবের আপ সরকার

কৃষক বিক্ষোভের জেরে ২০২২ সালের ৫ জানুয়ারি পঞ্জাবের একটি ফ্লাইওভারের উপর প্রায় ২০ মিনিট আটকে থাকতে হয় মোদীকে। এই ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগ ওঠে পুলিশের একাংশের বিরুদ্ধে।

Seven Punjab policemen suspended over PM Narendra Modi’s security breach

নরেন্দ্র মোদী। গ্রাফিক: সনৎ সিংহ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ ১৫:২৩
Share: Save:

পঞ্জাবে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষকদের বিক্ষোভের জেরে ২০২২ সালের ৫ জানুয়ারি পঞ্জাবের গুরুদাসপুরে একটি ফ্লাইওভারের উপর প্রায় ২০ মিনিট আটকে থাকতে হয় মোদীকে। এই ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগ ওঠে পুলিশ আধিকারিকদের একাংশের বিরুদ্ধে। এ বার তেমন সাত পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল পঞ্জাবের আপ সরকার।

সাসপেন্ড হওয়া পুলিশ আধিকারিকদের মধ্যে এক জন অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) এবং দু’জন ডিএসপি-ও রয়েছেন। সেই সময়ে ফিরোজপুরের পুলিশ সুপার ছিলেন গুরবিন্দর সিংহ। বর্তমানে তিনি ভাটিন্ডার পুলিশ সুপার হিসাবে কর্মরত ছিলেন। কর্তব্যে গাফিলতির জন্য তাঁকে কিছু দিন আগেই সাসপেন্ড করা হয়েছিল। ২২ নভেম্বরের নতুন একটি নির্দেশিকায় দেখা যাচ্ছে, আরও ছ’জন পুলিশকর্মীকে সাসপেন্ড করতে চলেছে পঞ্জাব সরকার।

পঞ্জাবের স্বরাষ্ট্র দফতরের তরফে জানা গিয়েছে, এই ছ’জনের মধ্যে রয়েছেন ডিএসপি মর্যাদার পুলিশ আধিকারিক পরশন সিংহ, জগদীশ কুমার, দু’জন ইনস্পেক্টর জতিন্দর সিংহ, বলবিন্দর সিংহ, দু’জন সাব-ইনস্পেক্টর যশোবন্ত সিংহ এবং অ্যাসিস্টান্ট সাব ইনস্পেক্টর রমেশ কুমার। পঞ্জাব প্রশাসনিক কৃত্যক আইনের ধারা অনুযায়ী সাসপেন্ড পুলিশ আধিকারিকদের বিচার হবে। পদোন্নতি বন্ধ হয়ে যাওয়া থেকে চাকরি থেকে অপসারণ পর্যন্ত করা হতে পারে তাঁদের।

কৃষক বিক্ষোভের জেরে মোদীর কনভয় আটকে পড়ার পরেই রাজনৈতিক চাপানউতর শুরু হয়ে যায়। বিজেপির তরফে প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তোলা হয় পঞ্জাবের তৎকালীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে। চরণজিৎ চন্নীর কংগ্রেস সরকার অবশ্য দাবি করে যে, শেষ মুহূর্তে যাত্রাপথ বদল করায় নিরাপত্তায় এই গলদ। পরে সুপ্রিম কোর্ট নিযুক্ত একটি কমিটি তদন্ত করে জানায়, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গলদের জন্য দায়ী রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের একাংশ। তার পরই জাতীয় রাজনীতিতে বিজেপির বিরোধী দল আপের নেতৃত্বাধীন পঞ্জাব সরকার এই সাসপেন্ড সংক্রান্ত নোটিস দিল।

অন্য বিষয়গুলি:

Security Breach Narendra Modi Punjab Police AAP suspend
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy