আবার বোমাতঙ্ক ছড়াল স্কুলে। এ বার উত্তরপ্রদেশে। একটি নয়, পর পর চারটি স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছে বলে খবর। সেই বার্তা ছড়িয়ে পড়ার পরই আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়ারা। শুধু পড়ুয়ারা নন, আতঙ্ক ছড়ায় অভিভাবকদের মধ্যেও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
উত্তরপ্রদেশের নয়ডায় পর পর চারটি স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়। ইমেল পাওয়ার পরেই বিষয়টি নিয়ে সতর্কতা অবলম্বন করেন স্কুল কর্তৃপক্ষ। যোগাযোগ করা হয় পুলিশের সঙ্গে। খবর পেয়ে স্কুলগুলিতে যায় পুলিশবাহিনী। সরকারি ভাবে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। খবর পাওয়ার পরেই স্কুলগুলিতে পৌঁছয় উত্তরপ্রদেশ পুলিশ, বম্ব স্কোয়াড, দমকলবাহিনী। এমনকি, স্কুলে বোমা খুঁজতে পুলিশকুকুরও আনে।
পুলিশ জানিয়েছে, বোমা রাখার হুমকি ইমেল পাওয়ার পরেই আতঙ্ক ছড়ায় স্কুলে। তড়িঘড়ি পড়ুয়াদের স্কুল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তার পর স্কুলের বিভিন্ন জায়গায় তল্লাশি করা হয়। কিন্তু সন্দেহজনক কিছু মেলেনি। পুলিশের প্রাথমিক অনুমান, ভুয়ো হুমকি দিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা হয়েছিল। কে বা কারা বোমাতঙ্ক ছড়ানোর নেপথ্যে রয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন:
দিন দুয়েক আগেই গুজরাতের একটি সেনা স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছিল। যদিও শেষ পর্যন্ত তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। উল্লেখ্য, গত কয়েক মাসে একাধিক বার এমন ঘটনা ঘটেছে। ডিসেম্বরেই দিল্লির ৪০টি স্কুলে একই সঙ্গে বোমাতঙ্ক ছড়ায়। শুধু দিল্লি নয়, দেশের বিভিন্ন রাজ্যে এ ধরনের ঘটনা ঘটেছে। পুলিশ পুরোদমে ধরপাকড় শুরু করলেও এখনও হুমকিবার্তা আসা বন্ধ হয়নি।