মক্কায় হজে আরও ১০ হাজার ভারতীয় যেতে পারবেন। কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে কাটল জটিলতা। মঙ্গলবার কেন্দ্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে সৌদি আরবের সঙ্গে কথা বলেছে। এর পরেই হজ পোর্টাল খোলার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।
কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিরিজু বলেন, ‘‘হজযাত্রার বিষয়টিকে সরকার খুবই গুরুত্ব দিয়ে দেখে। হজযাত্রীরা যাতে সুষ্ঠু ভাবে গন্তব্যে পৌঁছোতে পারেন, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এই সহযোগিতার জন্য সৌদি সরকারকে অনেক ধন্যবাদ।’’
মক্কায় হজে যাওয়া নিয়ে সঙ্কট তৈরি হওয়ায় সম্প্রতি বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা এবং পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। তাঁরা এ বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়েছিলেন। তার পরেই কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হল, তারা বিষয়টি সৌদি সরকারের সঙ্গে আলোচনা করেছে। তাতে জটিলতা কেটেছে।