Advertisement
২২ নভেম্বর ২০২৪
Sanjay Raut

মৃত্যু পরোয়ানা লেখা হয়ে গিয়েছে, ১৫-২০ দিনে পড়ে যাবে মহারাষ্ট্র সরকার! দাবি উদ্ধবসেনা রাউতের

রাউতের কথায়, “শিবসেনা-বিজেপি জোট সরকারের মৃত্যু পরোয়ানা আগেই লেখা হয়ে গিয়েছে। শুধু দিন ঘোষণা হওয়াই বাকি।” তাঁর এই মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে মহারাষ্ট্রের রাজ্য রাজনীতিতে।

Sanjay Raut claimed Maharashtra’s BJP-Shiv Sena govt to collapse in next 15 to 20 days

১৫-২০ দিনে পড়ে যাবে মহারাষ্ট্র সরকার! দাবি উদ্ধবসেনা সঞ্জয় রাউতের। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ২১:৫০
Share: Save:

আর মাত্র ১৫-২০ দিন। তারপরই মহারাষ্ট্রের বিজেপি-শিবসেনা জোট সরকারের পতন হবে! রবিবার এমনই দাবি করলেন উদ্ধবপন্থী শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তবে কী কারণে তিনি এমন মন্তব্য করেছেন, তার ব্যাখ্যা দেননি রাজ্যসভার এই সাংসদ। তাঁর কথায়, “শিবসেনা-বিজেপি জোট সরকারের মৃত্যু পরোয়ানা আগেই লেখা হয়ে গিয়েছে। এ বার শুধু দিন ঘোষণা হওয়াই বাকি।” রাউতের এই মন্তব্য নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে মহারাষ্ট্রের রাজ্য রাজনীতিতে।

মহারাষ্ট্রের বিরোধী জোট ‘মহাবিকাশ আঘাড়ি’র অন্যতম শরিক এনসিপি। এনসিপি প্রধান শরদ পওয়ারের ভাইপো অজিত পাওয়ার ঘনিষ্ঠ বিধায়কদের নিয়ে বিজেপি শিবিরে ভিড়তে পারেন বলে জল্পনা ছড়িয়েছে। এনসিপির তরফে তো বটেই, অজিতের তরফেও এমন জল্পনার কথা উড়িয়ে দেওয়া হয়েছে। এরই মধ্যে শনিবার অজিত একটি সাক্ষাৎকারে জানান, ২০২৪ নয়, তিনি এখনই মুখ্যমন্ত্রী এই প্রস্তুত। তাঁর এই বক্তব্যের বিভিন্ন ব্যাখ্যা ছড়িয়ে পড়তে থাকে। রাজনীতির কারবারিদের একাংশের মতে, একনাথ শিন্ডে শিবসেনা ভেঙে বেরিয়ে যাওয়ার পর আসনসংখ্যার বিচারে এনসিপি-ই এখন বিরোধী জোটের বৃহত্তম দল। সেই সুবাদে পরবর্তী নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী পদটি নিয়ে উদ্ধবসেনার সঙ্গে আলোচনায় বসতে চাইছে তারা।

গত বছরই অনুগত বিধায়কদের নিয়ে শিবসেনা ছেড়ে বিজেপির সঙ্গে হাত মেলান শিন্ডে। পদ্মশিবিরের সমর্থনে সে রাজ্যের মুখ্যমন্ত্রীও হন তিনি। উপমুখ্যমন্ত্রী হন বিজেপির দেবেন্দ্র ফডণবীস। আসনসংখ্যার নিরিখে তাঁর গোষ্ঠীটিকেই ‘প্রকৃত’ শিবসেনার মর্যাদা দেয় জাতীয় নির্বাচন কমিশন। তবে এই বিষয়ে এবং দলত্যাগ বিরোধী আইন নিয়ে মামলা এখনও ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। সেই প্রসঙ্গ উল্লেখ করে রাউত বলেন, “ফেব্রুয়ারি মাসেই এই সরকার পড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সুপ্রিম কোর্টের রায়দান পিছিয়ে যাওয়ায় নতুন করে জীবন ফিরে পায় এই সরকার।”

অন্য বিষয়গুলি:

Sanjay Raut Maharashtra Government Shiv Sena BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy