বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস রাজ্যসভার চেয়ারম্যানের কাছে জমা দিয়েছেন তৃণমূলের সাংসদ সাগরিকা ঘোষ। ভারতের অবৈধ অভিবাসীদের ‘অমানবিকভাবে’ ফিরিয়ে আনা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করা হয়েছে তৃণমূল শীর্ষ মঞ্চ থেকে।
শিকল বেঁধে, সামরিক বিমানে ভারতীয়দের ফেরত পাঠানোর ঘটনায় লোকসভা এবং রাজ্যসভায় সরকারকে কাঠগড়ায় তুলেছিলেন বিরোধীরা। সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত ৬ ফেব্রুয়ারি সংসদে বক্তৃতা দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আমেরিকার বায়ুসেনার বিমান কেন ভারতের মাটিতে নামল, তাতে চাপিয়ে কেন ভারতীয়দের আনা হল, সেই প্রশ্নের জবাবও দেন জয়শঙ্কর। জানান, বিষয়টি আমেরিকার অভিবাসন বিভাগের উপর নির্ভর করে। এরপর তিনি বলেন, “ভারতীয় অভিবাসীদের সঙ্গে যাতে অন্যায় আচরণ না করা হয়, তা নিয়ে আমেরিকা সরকারের সঙ্গে কথা চলছে। বিমানে যাতে খাবার, চিকিৎসা পরিষেবার ব্যবস্থা থাকে, সকলের খেয়াল রাখা হয়, তা নিয়েও আলোচনা চলছে।” এর পরও হাতকড়া পরিয়েই বেআইনি ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠায় আমেরিকা।
জানা গিয়েছে, ২০ ফেব্রুয়ারি সাগরিকা রাজ্যসভার চেয়ারম্যানকে নোটিসটি দেন বিদেশমন্ত্রীর ৬ ফেব্রুয়ারির বক্তব্যের প্রেক্ষিতে। সাগরিকার অভিযোগ, অভিবাসী ফেরত সংক্রান্ত বিষয়টি নিয়ে সংসদে দাঁড়িয়ে বিদেশমন্ত্রীর বক্তৃতা ‘বিভ্রান্তিকর’ ও ‘অসম্পূর্ণ’।
প্রসঙ্গত, ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইনডোরে তৃণমূলের কর্মী সভার মঞ্চ থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দাগেন এই বিষয়টি নিয়ে। মোদী সরকারকে নিশানা করে তিনি বলেন, “কেন বিজেপি সরকার কলম্বিয়ার মতো ভারতীয়দের ফিরিয়ে আনতে বিমান পাঠাতে পারেনি?” তার পর স্বাধিকারভঙ্গের নোটিসের বিষয়টি আজ প্রকাশ্যে এনেছে তৃণমূল কংগ্রেস।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)