ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন থাকবে, তা ঠিক করতে হবে ঢাকাকেই। নয়াদিল্লি-ঢাকা দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এমনটাই জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য উৎসবে যোগ দিয়েছিলেন জয়শঙ্কর। সেখানেই তিনি বলেন, “আমরা (ভারত এবং বাংলাদেশ) প্রতিবেশী। তাদের (বাংলাদেশ) ঠিক করতে হবে, তারা কী ধরনের সম্পর্ক আমাদের সঙ্গে রাখতে চায়।” বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ‘আক্রমণ’ নিয়েও আরও এক বার মুখ খুলেছেন বিদেশমন্ত্রী। তিনি বলেন, “বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা অবশ্যই আমদের চিন্তাভাবনাকে প্রভাবিত করেছে। এটা এমন একটা বিষয়, যা নিয়ে আমাদের বলা উচিত এবং আমরা বলেওছি।”
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিশানা করে জয়শঙ্কর জানান, ভাল সম্পর্ক রক্ষার কথা বলে যদি সব বিষয়ে ভারতকে দোষারোপ করা হয়, তবে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হতে পারে না। ভারতের অবস্থান ব্যাখ্যা করে জয়শঙ্কর জানান, বাংলাদেশের পরিস্থিতি শান্ত হবে এবং স্বাভাবিক দ্বিপাক্ষিক সম্পর্ক ফের প্রতিষ্ঠিত হবে বলে বিশ্বাস করে নয়াদিল্লি।
আরও পড়ুন:
সম্প্রতি বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছিলেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে অমীমাংসিত বিষয়গুলির সমাধান করা প্রয়োজন। সম্প্রতি ওমানে জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন তৌহিদ। ঢাকায় বাংলাদেশের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সেই বৈঠক প্রসঙ্গে বলেছিলেন, “আমরা একমত হয়েছি যে, আমাদের একটি ভাল কর্মসম্পর্ক থাকা দরকার।”