জলপ্রপাতের ধারা উপরের দিকে উঠছে। ছবি সৌজন্য টুইটার।
জলপ্রপাত থেকে জল নীচের দিকে আছড়ে পড়ছে, এমন দৃশ্য দেখেই অভ্যস্ত আমরা। কিন্তু এমনও জলপ্রপাত আছে যার জলের ধারা নীচের দিকে আছড়ে না পড়ে উপরের দিকে উঠছে! তেমনই একটি জলপ্রপাত রয়েছে মহারাষ্ট্রের নানেঘাটে। বর্ষায় এই জলপ্রপাতের বিশেষ দৃশ্যের টানে বহু পর্যটক ছুটে যান সেখানে।
প্রবল বর্ষণে ভাসছে মহারাষ্ট্রের নানা প্রান্ত। বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বহু জেলাতে। এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও রাজ্যের এই জলপ্রপাতের এক টুকরো দৃশ্য মন কেড়েছে প্রকৃতিপ্রেমী থেকে সাধারণ মানুষের।
When the magnitude of wind speed is equal & opposite to the force of gravity. The water fall at its best during that stage in Naneghat of western ghats range.
— Susanta Nanda IFS (@susantananda3) July 10, 2022
Beauty of Monsoons. pic.twitter.com/lkMfR9uS3R
নানেঘাটের এই জলপ্রপাতের ভিডিয়োটি শেয়ার করেছেন আইএফএস অফিসার সুশান্ত নন্দ। হাওয়ার প্রচণ্ড গতি জলের ধারাকে নীচের দিকে পড়তে বাধা দিচ্ছে। বাধা পেয়ে জলের ধারা আকাশের দিকে উঠে যাচ্ছে। তার সঙ্গে একটা কুয়াশার মতো চাদর তৈরি হচ্ছে সেই জলের ঝাপটায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy