Advertisement
২১ ডিসেম্বর ২০২৪
Reserve Bank of India (RBI)

২০০০ টাকার নোটের ৮৮ শতাংশই ফেরত এসেছে, মোট ৩ লক্ষ ১৪ হাজার কোটি, জানাল আরবিআই

রিজ়ার্ভ ব্যাঙ্কের হিসাব অনুযায়ী, ১৯ মে পর্যন্ত বাজারে ৩ লক্ষ ৬২ হাজার কোটি টাকা মূল্যের ২০০০ টাকার নোট চালু ছিল। যার মধ্যে ৩ লক্ষ ১৪ হাজার কোটি ফিরে এসেছে আরবিআইয়ের হাতে।

Reserve Bank of India says 88 percent of Rs 2,000 notes worth 3.14 lakh crore rupees already have been returned

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৩ ১৭:৩৩
Share: Save:

বাজারে থাকা দু’হাজার টাকার নোটের ৮৮ শতাংশই ফিরে এসেছে। যার মূল্য প্রায় ৩ লক্ষ ১৪ হাজার কোটি টাকা। দেশের শীর্ষ ব্যাঙ্ক রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র তরফে জানানো হয়েছে তেমনটাই।

বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়ার কথা জানিয়ে গত ১৯ মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রিজ়ার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। সকলকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেগুলি বদল করে নিতে বা অ্যাকাউন্টে জমা দিতেও বলা হয়েছিল। সেই সময়সীমা শেষ হতে এখনও মাস দুয়েক বাকি। তার মধ্যেই আরবিআই জানাল, বাজারে ছাড়া ২০০০ টাকার নোটের ৮৮ শতাংশ ইতিমধ্যেই তাদের কাছে ফেরত এসেছে। রিজ়ার্ভ ব্যাঙ্কের হিসাব অনুযায়ী, ১৯ মে পর্যন্ত বাজারে ৩ লক্ষ ৬২ হাজার কোটি টাকা মূল্যের ২০০০ টাকার নোট চালু ছিল। যার মধ্যে ৩ লক্ষ ১৪ হাজার কোটি ফিরে এসেছে আরবিআইয়ের হাতে। শীর্ষ ব্যাঙ্কের বিবৃতির পরে বিশেষজ্ঞদের আশা, বিভিন্ন ব্যাঙ্কে নগদ জোগানের যে সমস্যা তৈরি হয়েছিল, তার কিছুটা সুরাহা হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, এর আগে রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছিলেন, ৩০ সেপ্টেম্বরের পরেও ২০০০ টাকার নোট ‘অবৈধ’ হয়ে যাবে না।

অন্য বিষয়গুলি:

Reserve Bank of India (RBI) RBI Notes
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy