প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
দেশের ৭৩তম প্রজাতন্ত্র দিবসের সকালে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকাল সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী নিজের টুইটার হ্যান্ডেল থেকে দেশবাসীকে শুভকামনা জানিয়ে টুইট করেন। সেই সময়ই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
आप सभी को गणतंत्र दिवस की हार्दिक शुभकामनाएं। जय हिंद!
— Narendra Modi (@narendramodi) January 26, 2022
Wishing you all a happy Republic Day. Jai Hind! #RepublicDay
মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, ‘আসুন আমরা আরও এক বার সংবিধানের বুনিয়াদি কাঠামো রক্ষার শপথ নিই। মুখ্যমন্ত্রী টুইটে বিশেষ জোর দেন, সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষার উপর।’
Heartiest greetings to all on the Republic Day.
— Mamata Banerjee (@MamataOfficial) January 26, 2022
On this day, let us once again take pledge to protect the basic structure of the Indian Constitution, including and particularly its federal character. (1/4)
৭৩তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
Greetings and warm wishes to the citizens of India on the occasion of 73rd #RepublicDay.
— Rajnath Singh (@rajnathsingh) January 26, 2022
This is an occasion to celebrate our democracy and cherish the ideas and values enshrined in our Constitution.
Praying for the continued progress and prosperity of our country.
বুধবার সকালে দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রীও। তিনি টুইটে দেশবাসীর কাছে গণতন্ত্র ও সংবিধান রক্ষার আহ্বান জানান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy