০৭
১৪
অত্যন্ত আত্মবিশ্বাসী এবং সাবলীল ভাবে পর পর ১৫টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জয়ী হয়েছিলেন। জিতে নিয়েছিলেন ১ কোটি টাকা।
০৮
১৪
রবির জন্ম রাজস্থানের অলওয়ারে। তাঁর বাবা এক জন অবসরপ্রাপ্ত নৌসেনা অফিসার।
০৯
১৪
অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের নাভাল পাবলিক স্কুল থেকে তাঁর পড়াশোনা। দশম শ্রেণিতে পড়ার সময়ই তিনি কেবিসি-তে অংশ নিয়েছিলেন।
১০
১৪
জয়ী হয়েও ১ কোটি টাকা তখনই হাতে পাননি তিনি। কেবিসি-র নিয়ম অনুয়ায়ী ১৮ বছর বয়স হওয়ার পর সেই টাকা পান।
১১
১৪
তবে পুরো ১ কোটি টাকা তিনি পাননি। পরবর্তীকালে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, কর বাবদ কিছু টাকা কেটে নেওয়ার পর তিনি হাতে পেযেছিলেন ৬৯ লাখ টাকা।
১২
১৪
পড়াশোনাতে বরাবরই মনোযোগী ছিলেন রবি। স্কুলের গণ্ডি পেরনোর পর তিনি রাজস্থানের জয়পুরের মহাত্মা গাঁধী মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন।
১৩
১৪
এমবিবিএস-এর পর হাসপাতালে ইন্টার্নশিপ চলার সময়ই আবার তিনি ইউপিএসসি পরীক্ষাতেও উত্তীর্ণ হন।
১৪
১৪
সারা ভারতে ৪৬১ র্যাঙ্ক করেন তিনি। প্রথমে তিনি রাজকোট শহরের ডেপুটি পুলিশ কমিশনার হিসাবে কাজে যোগ দেন। ২০২০ সালে পোরবন্দরের পুলিশ সুপার হন তিনি।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)