বগটুই-কাণ্ড নিয়ে রাজ্যসভায় সরব রূপা। ছবি: টুইটার
পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন চাই, এই দাবি তুলে বগটুই-কাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে রাজ্যসভায় কেঁদে ভাসালেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। বীরভূমের রামপুরহাটের ঘটনা নিয়ে উত্তাল রাজ্য। এমনকি রাজ্যের সীমা টপকে দেশ জুড়েও এই ঘটনায় আলোড়ন তৈরি হয়েছে। সেই ঘটনা নিয়ে রাজ্যসভায় কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রূপা। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘‘আমরা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছি। পশ্চিমবঙ্গে গণহত্যা চলছে। মানুষ রাজ্য ছেড়ে পালাচ্ছেন। বাচ্চা-বয়স্ক সবাই চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গে বেঁচে থাকা দায় হয়ে উঠেছে।’’
রূপা আরও বলেন, পশ্চিমবঙ্গ ভারতেরই অংশ। এখানকার মানুষদেরও বেঁচে থাকার অধিকার আছে। পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করা অপরাধ নয়। কিন্তু এখানে মানুষের বেঁচে থাকা দুর্বিষহ হয়ে উঠেছে।’’
রূপার মন্তব্য, ‘‘পশ্চিমবঙ্গের এই ঘটনা নিয়ে কথা বলার সময় আমার মাথা ঝুঁকে যাচ্ছে। শুধু আট জন মারা গিয়েছেন। বাকিরা আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। কিন্তু কেউ স্বাভাবিক ভাবে মারা যাননি। সবাইকে পুড়িয়ে মারা হয়েছে। সবার কাছে বেআইনি অস্ত্র ছিল। ফরেন্সিক রিপোর্টে এসেছে নিহতদের হাত-পা বেঁধে পুড়িয়ে মারা হয়েছে।’’
আনিস খানের মৃত্যু এবং ঝালদার কংগ্রেসের কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনা নিয়েও এই দিন রাজ্যসভায় সরব হন রূপা।
প্রসঙ্গত, শুক্রবার সকালেই রাজ্যের কাছ থেকে সিবিআইয়ের হাতে মামলার তদন্তের ভার তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাই-কোর্ট। ৭ এপ্রিলের মধ্যে সিবিআইকে প্রাথমিক তদন্তের রিপোর্টও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উচ্চ আদালতের তরফ থেকে।
BJP MP Roopa Ganguly breaks down in Rajya Sabha over Birbhum incident, said "We demand President's rule in West Bengal. Mass killings are happening there, people are fleeing the place... the state is no more liveable." pic.twitter.com/tPzp30loAi
— ANI (@ANI) March 25, 2022
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy