Advertisement
১৮ নভেম্বর ২০২৪

সড়কের উন্নয়নের দাবিতে মিছিল

খাদ্য সুরক্ষা প্রকল্পে দুর্নীতি, স্বাস্থ্য পরিষেবার উন্নতি এবং রাস্তাঘাট সংস্কারের দাবিতে শিলচর শহরে মিছিল করল এসইউসিআই(সি)। আজ নরসিংটোলা ময়দানে জমায়েত হয়ে সেখান থেকে প্রেমতলা হয়ে মিছিল যায় জেলাশাসকের অফিসের সামনে।

শিলচরে বিক্ষোভ মিছিল এসইউসিআইয়ের। সোমবার স্বপন রায়ের তোলা ছবি।

শিলচরে বিক্ষোভ মিছিল এসইউসিআইয়ের। সোমবার স্বপন রায়ের তোলা ছবি।

নিজস্ব সংবাদদাতা
শিলচর শেষ আপডেট: ০১ মার্চ ২০১৬ ০৪:৩১
Share: Save:

খাদ্য সুরক্ষা প্রকল্পে দুর্নীতি, স্বাস্থ্য পরিষেবার উন্নতি এবং রাস্তাঘাট সংস্কারের দাবিতে শিলচর শহরে মিছিল করল এসইউসিআই(সি)। আজ নরসিংটোলা ময়দানে জমায়েত হয়ে সেখান থেকে প্রেমতলা হয়ে মিছিল যায় জেলাশাসকের অফিসের সামনে। তাঁরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের উদ্দেশে স্মারকপত্র পাঠানো হয়।

সংগঠনের জেলা সম্পাদক শ্যামদেও কুর্মি বলেন, ‘‘অনেক দিন থেকে ৬ নম্বর জাতীয় সড়ক বেহাল অবস্থায়। প্রায়ই দুর্ঘটনা ঘটছে, ঘটে প্রাণহানিও। একই অবস্থা ৫৪ নম্বর জতীয় সড়কের। কারও খেয়াল নেই। শহরের বিভিন্ন রাস্তায় চলাফেরা কষ্টকর। এর মধ্যে ইস্ট-ওয়েস্ট করিডরের কাজ অনেক দিন ধরে পড়ে রয়েছে। রাজ্য সরকার কেন্দ্রকে দোষারোপ করে। কেন্দ্র বলে রাজ্যের দোষ।’’ খাদ্য সুরক্ষা প্রকল্পেও ব্যাপক দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ জানান তিনি। কোথাও চাল কম দেওয়া হচ্ছে, কোথাও দাম বেশি রাখা হচ্ছে। রয়েছে কার্ড বণ্টনে ব্যাপক অনিয়ম। কুর্মিবাবু ডাল-তেলকেও খাদ্য সুরক্ষার আওতায় এনে দরিদ্র পরিবারগুলিকে ভর্তুকি মূল্যে সরবরাহের দাবি করেন। তাঁর কথায়, ‘‘জেলার স্বাস্থ্য পরিষেবা পুরো ভেঙে পড়েছে। শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রসূতিদের বারান্দায় রাখা হচ্ছে। প্রায় সব বিভাগে রোগীর তুলনায় শয্যা কম। ডাক্তারদের দেখা প্রায় মেলেই না। সরকারি চিকিৎসকরা নার্সিং হোমেই সময় কাটান।’’ প্রদীপকুমার দেব, গৌরচন্দ্র দাসও বিক্ষোভ সভায় বক্তৃতা করেন। উপস্থিত ছিলেন দুলালী গঙ্গোপাধ্যায়, হিল্লোল ভট্টাচার্য, মাধব ঘোষ। অসম মজুরি শ্রমিক ইউনিয়ন এসইউসিআই(সি)-র আন্দোলনে সমর্থন জানিয়ে মিছিলে অংশ নেয়। নির্মলকুমার দাস ও আলতাফ খান শেষ মুহূর্ত পর্যন্ত সক্রিয় ছিলেন।

অন্য বিষয়গুলি:

Rally road development
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy