রাজ্যসভা ভোটে ক্রস ভোটিংয়ের অভিযোগে দলের সব পদ খোয়ালেন হরিয়ানার কংগ্রেস বিধায়ক কূলদীপ বিষ্ণোই। হরিয়ানা প্রদেশ কংগ্রেসের দাবি, হিসারের আদমপুরের কংগ্রেস বিধায়ক কূলদীপ দলীয় প্রার্থী অজয় মাকেনকে ভোট দেননি। তার বদলে তাঁর ভোট গিয়েছে বিজেপি-জেজেপি সমর্থিত নির্দল প্রার্থী কার্তিকেয় শর্মার ঝুলিতে।
তবে শুধু কূলদীপই নয়। হরিয়ানায় কংগ্রেসের আরও এক বিধায়ক কিরণ চৌধুরীও ‘ভুল’ করে অন্য প্রার্থীকে ভোট দিয়ে ফেলেছেন বলে দলীয় সূত্রে খবর। এআইসিসি-র সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল লিখিত বিবৃতিতে জানিয়েছেন, ‘কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী দলের সব পদ থেকে কূলদীপ বিষ্ণোইকে বরখাস্ত করেছেন।’
Congress expels party MLA Kuldeep Bishnoi from all his present party positions, with immediate effect.
— ANI (@ANI) June 11, 2022
Bishnoi had earlier cross-voted in Rajya Sabha polls in Haryana. pic.twitter.com/tjPdWyXAEi
শুক্রবার ভোট গণনার চূড়ান্ত ফলে দেখা যায়, মাকেন একটি ভোটের দুই-তৃতীয়াংশ ব্যবধানে কার্তিকেয়র কাছে হেরে গিয়েছেন। পাটিগণিতের হিসেবে যা দাঁড়াচ্ছে মাত্র ০.৬৬ ভোট। শুক্রবার হরিয়ানায় রাজ্যসভার ভোটের আগে দলীয় রণকৌশল স্থির করার চূড়ান্ত বৈঠকেও গরহাজির ছিলেন কূলদীপ। তিনি জানিয়েছিলেন, নিজের বিবেকের ডাকেই তিনি ভোট দেবেন। ফল প্রকাশের পর জানা যায়, হেরে গিয়েছেন মাকেন। তখনই কূলদীপের ভোট নিয়ে আলোচনা শুরু হয়, শেষপর্যন্ত তাঁকে দলীয় সমস্ত পদ থেকেই বরখাস্ত করলেন সনিয়া গাঁধী।