Advertisement
০২ নভেম্বর ২০২৪
Rajasthan

ভার্চুয়াল শুনানিতে হুঁকোয় টান আইনজীবীর

এ বছর এপ্রিলে রাজস্থান হাইকোর্টে ভার্চুয়াল শুনানি চলাকালীন হাতকাটা গেঞ্জি পরে শুনানিতে অংশ নেন এক আইনজীবী।

এই দৃশ্যই ধরা পড়েছে ক্যামেরায়। ছবি: ভিডিয়ো গ্র্যাব।

এই দৃশ্যই ধরা পড়েছে ক্যামেরায়। ছবি: ভিডিয়ো গ্র্যাব।

সংবাদ সংস্থা
জয়পুর শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২০ ১৫:১৫
Share: Save:

করোনা সঙ্কটে কোর্ট-কাছারি বন্ধ। তাই বাড়ি থেকেই কাজ করতে হচ্ছিল। আর তা করতে গিয়েই বিপত্তি ঘটালেন রাজস্থান হাইকোর্টের এক প্রবীণ আইনজীবী। ভিডিয়ো কলে শুনানি চলাকালীন হুঁকোয় সুখটান দিতে দেখা গেল তাঁকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিয়ো।

রাজস্থানে ৬ বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি) নেতার কংগ্রেসের হাত ধরা নিয়ে মামলা চলছে আদালতে। মঙ্গলবার তা নিয়ে বিচারপতি মহেন্দ্রকুমার গয়ালের এজলাসে শুনানি চলাকালীনই ওই ৬ বিএসপি নেতার হয়ে সওয়াল করছিলেন আইনজীবী রাজীব ধবন। সেই সময় ক্যামেরার সামনে হুঁকোয় টান দিতে দেখা যায় তাঁকে।

গোটা ঘটনার যে ভিডিয়ো সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, শুনানি চলাকালীন একগোছা কাগজ মেলে ধরে নিজের মুখ আড়াল করেন রাজীব ধবন। তার পর মুহূর্তেই কাগজের ফাঁক দিয়ে ধোঁয়ার কুণ্ডলি বেরতে শুরু করে। এর কিছু ক্ষণ পর মুখের সামনে থেকে কাগজ সরিয়ে নেন তিনি। তখন বাঁ হাতে নল সমেত হুঁকো ধরে থাকতে দেখা যায় তাঁকে।

এই ভিডিয়োই ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: সংশয় কার্যকারিতা নিয়ে, ভারতে না-ও মিলতে পারে রাশিয়ার করোনা টিকা​

আরও পড়ুন: বিচারপতি, বিচারব্যবস্থা নিয়ে টুইট, সুপ্রিম কোর্টে দোষী সাব্যস্ত প্রশান্ত ভূষণ​

ভিডিয়োটি সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েন রাজীব ধবন। বৃহস্পতিবার ফের ভার্চুয়াল শুনানি শুরু হলে তাঁকে ধূমপানের অভ্যাস ছাড়তে বলেন বিচারপতি মহেন্দ্রকুমার গয়াল। জবাবে রাজীব ধবন জানান, তিনি চেষ্টা করছেন। ভিডিয়ো কলে তেমন সড়গড় নন। তবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

রাজীব ধবনের আগে এ বছর এপ্রিলে রাজস্থান হাইকোর্টে ভার্চুয়াল শুনানি চলাকালীন হাতকাটা গেঞ্জি পরে শুনানিতে অংশ নেন এক আইনজীবী। ভার্চুয়াল শুনানি হলেও, সকলকে আদালতের পোশাক পরেই ভিডিয়ো কলে শামিল হতে হবে বলে সেই সময় সতর্ক করে দিয়েছিলেন বিচারপতি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE