Advertisement
২২ নভেম্বর ২০২৪
National News

কোহিনুর সিটিএনএল-এ দুর্নীতি! ইডিতে হাজিরা সস্ত্রীক রাজ ঠাকরের

ইডির তলব পাওয়ার পরই বৃহস্পতিবার মুম্বই বন্‌ধের ডাক দেয় এমএনএস। কিন্তু রাজ ঠাকরে নিজেই সাধারণ মানুষের অসুবিধার কথা তুলে ধরে দলের নেতা-কর্মীদের বন্‌ধ তুলে নেওয়ার জন্য আবেদন জানান।

ইডি দফতরে রাজ ঠাকরে। ছবি: পিটিআই

ইডি দফতরে রাজ ঠাকরে। ছবি: পিটিআই

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৯ ১৩:২০
Share: Save:

ইনফ্রাস্ট্রাকচার লিজিং অ্যান্ড ফাইনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলঅ্যান্ডএফএস)-এর কোহিনূর সিটিএনএল-এ অর্থ তছরুপের মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)দফতরে হাজিরা দিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরে। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী শর্মিলা, ছেলে অমিত এবং মেয়ে উর্বশী। তাঁর হাজিরা ঘিরে এমএনএস সমর্থকদের বিক্ষোভের আশঙ্কায় মুম্বইয়ে ইডির সদর কার্যালয়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তবে আজ মুম্বই বন্‌ধের ডাক দিয়েও তা প্রত্যাহার করে নিয়েছে এমএনএস।

মুম্বইয়ের দাদরে এমএনএস কার্যালয়ের উল্টো দিকে একটি জমি কেনা ঘিরে বিতর্কের সূত্রপাত। ওই জমি কেনা ও বিক্রিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে রাজ ঠাকরেকে তলব করেছিল ইডি। আজ সপরিবার ইডির দফতরে গেলেন রাজ ঠাকরে। তবে তাঁর হাজিরা ঘিরে এখনও পর্যন্ত বড় কোনও অশান্তির খবর নেই। রাজ ঠাকরে নিজেও দলীয় কর্মী-সমর্থকদের শান্ত থাকার আর্জি জানিয়েছেন।

ইডির তলব পাওয়ার পরই বৃহস্পতিবার মুম্বই বন্‌ধের ডাক দেয় এমএনএস। কিন্তু রাজ ঠাকরে নিজেই সাধারণ মানুষের অসুবিধার কথা তুলে ধরে দলের নেতা-কর্মীদের বন্‌ধ তুলে নেওয়ার জন্য আবেদন জানান। সেই মতো বন্‌ধ তুলে নেওয়া হলেও ইডি দফতরে বিক্ষোভের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না ইডির আধিকারিকরা। সেই কারণেই ১৪৪ ধারার পাশাপাশি ইডি অফিসে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। গোটা অফিস চত্বর ঘিরে রেখেছেন নিরাপত্তা কর্মী-অফিসাররা।

রাজ ঠাকরের সঙ্গে এই মামলার সম্পর্ক কি? তদন্তে নেমে ইডির গোয়েন্দারা জানতে পারেন, ২০০৫ সালে একটি কনসর্টিয়াম গঠিত হয়। রাজ ঠাকরে, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর যোশীর ছেলে উমেশ যোশী এবং আর এক এমএনএস নেতা রঞ্জন শিরোদকর মিলে ওই কনসর্টিয়াম তৈরি করে কোহিনূর মিলসের একটি অংশ কেনেন ৪২১ কোটি টাকায়।

ওই জমিতে প্রথমে একটি শপিং মল তৈরির পরিকল্পনা ছিল। তবে পরবর্তীকালে সেই পরিকল্পনা পাল্টে কোহিনূর ভবন নামে একটি বাণিজ্যিক ভবন তৈরির কাজ শুরু হয়। জমি কেনার ওই ৪২১ কোটির মধ্যে পরিকাঠামো ক্ষেত্রে ঋণদানকারী সংস্থা আইএলঅ্যান্ডএফএস ২২৫ কোটি টাকা বিনিয়োগ করে। বাকি ১৯৬ কোটি টাকা সমান অংশে ভাগ করে দেন রাজ ঠাকরে, উমেশ যোশী এবং রঞ্জন শিরোদকর।

আরও পডু়ন: সকাল থেকেই সিবিআইয়ের জেরা, দুপুরেই আদালতে তোলা হতে পারে চিদম্বরমকে

আরও পড়ুন: অমিত শাহ কি এ বার বদলা নিলেন? প্রশ্ন কংগ্রেসের অন্দরেই

এই পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু বাণিজ্যিক মহলের চোখ কপালে ওঠে ২০০৮ সালে, যখন আইএলঅ্যান্ডএফএস মাত্র ৯০ কোটি টাকায় অর্থাৎ বিপুল লোকসানে নিজেদের অংশ বিক্রি করে দেয়। ওই বছরই নিজের অংশ বিক্রি করে কনসর্টিয়াম থেকে বেরিয়ে আসেন রাজ ঠাকরেও। কিন্তু বিভিন্ন সূত্রে খবর, নিজের অংশ বিক্রি করে বিপুল লাভ করেছিলেন রাজ ঠাকরে। তবে সেই টাকার পরিমাণ কত, তা নির্দিষ্ট করে জানা যায়নি।

অন্য দিকে নিজেদের শেয়ারের অংশ বিক্রি করেও কোহিনূর সিটিএনএল প্রকল্পে বিপুল পরিমাণ টাকা ঋণ দেয় আইএলঅ্যান্ডএফএস। কিন্তু সেই টাকা আর ফেরত দিতে পারেনি কনসর্টিয়ামের দুই মালিক উমেশ যোশী এবং রঞ্জন শিরোদকর (রাজ ঠাকরে বেরিয়ে যাওয়ার পর)। এই সূত্রেই পুরো এই প্রকল্পে ব্যাপক আর্থিক দুর্নীতির ইঙ্গিত পেয়ে তদন্তে নামে ইডি। একই জমির অংশ বিক্রি করে কী ভাবে আইএলএফএস-এর বিপুল লোকসান হল এবং রাজ ঠাকরে বিপুল পরিমাণ টাকা লাভবান হলেন, তা নিয়েই প্রশ্ন ওঠে। ইতিমধ্যেই উমেশ যোশী এবং রঞ্জন শিরোদকরকে জিজ্ঞাসাবাদ করেছেন ইডির গোয়েন্দারা।

অন্য বিষয়গুলি:

Raj Thackeray MNS ED Mumbai
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy