Advertisement
২৯ জুন ২০২৪
Rahul Gandhi

লাদাখে অনড়ই চিন, সমালোচনা রাহুলের

গত জুনে চিনের সঙ্গে সংঘর্ষের পর থেকেই লাদাখে উত্তপ্ত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা। চারটি সেনা কমান্ডার পর্যায়ের বৈঠকের পরে গালওয়ান উপত্যকার কিছু জায়গা থেকে চিনা সেনা সরে যেতে রাজি হলেও, প্যাংগং হ্রদের ফিঙ্গার চার থেকে আট পর্যন্ত দখল করা এলাকা থেকে সরার নাম করছে না।

ফাইল চিত্র

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ জুলাই ২০২০ ০৩:২৩
Share: Save:

গত কাল লাদাখ সফরের পরে আজ জম্মু-কাশ্মীরের কিরান সেক্টরে সীমান্ত পরিদর্শনে গেলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সরকারি সূত্রে বলা হচ্ছে, বেজিংকে কড়া বার্তা দিতেই দু'দিনের এই সফর। যদিও সরকারের ওই উদ্যোগকে অর্থহীন আখ্যা দিয়ে কংগ্রেস নেতা রাহুল গাঁধী আজ বলেছেন, চিন-প্রশ্নে কেন্দ্রের কাপুরুষোচিত পদক্ষেপের মূল্য দিতে হবে দেশকে।

গত জুনে চিনের সঙ্গে সংঘর্ষের পর থেকেই লাদাখে উত্তপ্ত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা। চারটি সেনা কমান্ডার পর্যায়ের বৈঠকের পরে গালওয়ান উপত্যকার কিছু জায়গা থেকে চিনা সেনা সরে যেতে রাজি হলেও, প্যাংগং হ্রদের ফিঙ্গার চার থেকে আট পর্যন্ত দখল করা এলাকা থেকে সরার নাম করছে না। এই পরিস্থিতিতে চতুর্থ সেনা কমান্ডার বৈঠকের দু'দিনের মধ্যেই লাদাখ গিয়ে সেনা মহড়ায় অংশ নিলেন রাজনাথ। পরে তিনি জানান, আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যার সমাধান হওয়া বাঞ্ছনীয়। কিন্তু তা কতটা হবে তা এখনই বলা যাচ্ছে না। গত কাল বিকেলে লাদাখ সফর শেষে শ্রীনগরে আসেন রাজনাথ। আজ যান কুপওয়ারা জেলার ফরোয়ার্ড পোস্টে। কথা বলেন জওয়ানদের সঙ্গে। পরে অমরনাথ গুহা দর্শনে যান তিনি।

চিনকে ‘বার্তা’ দিতে রাজনাথ সফর করলেও, চতুর্থ দফা বৈঠকের পরে এখনও ভারতের দাবি মেনে এক ইঞ্চি পিছু হটেনি চিনা সেনা। ফলে শুধু আলোচনায় কতটা লাভ হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন সেনানী ও কূটনীতিকরা। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পি চিদম্বরমের মতে, সরকারকে স্বীকার করতে হবে যে, চিন নিয়ন্ত্রণরেখা পেরিয়ে এ দেশে ঢুকে এসেছে। তা না হলে আগেকার স্থিতাবস্থা কোনও দিনই আসবে না।

অন্য দিকে রাহুল টেনেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভেলি চেম্বারলিনের প্রসঙ্গ। যিনি ১৯৩৮ সালে চেকোস্লোভাকিয়ার কিছুটা অংশ থেকে ব্রিটেনের দাবি প্রত্যাহার করে নিয়ে তা কার্যত নাৎসি জার্মানির হাতে তুলে দিয়েছিলেন। রাহুলের টুইট, ‘‘চিন আমাদের জমি ছিনিয়ে নিয়েছে, অথচ, সরকার চেম্বারলিনের মতো আচরণ করছে। এই ঘটনা চিনের আরও সাহস বাড়িয়ে দেবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rahul Gandhi China Ladakh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE