লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা তথা রাহুল গান্ধী গত কাল (স্থানীয় সময়) আমেরিকার বস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। এ বারের আমেরিকা সফরে রাহুল রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয় যাবেন। সেখানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করার পাশাপাশি প্রবাসী ভারতীয় কয়েকটি সংগঠনের সদস্য, পদাধিকারী এবং ইন্ডিয়ান ওভারসিজ় কংগ্রেস (আইওসি) এর সদস্যদের সঙ্গেও মতবিনিময় করবেন বলে
জানা গিয়েছে।
গত বছর সেপ্টেম্বরে তিন দিনের আমেরিকা সফরে গিয়েছিলেন রাহুল। তাঁর এ বারের সফর নিয়ে কংগ্রেস নেতা পবন খেরা এক্স-হ্যান্ডলে লিখেছেন, ‘‘প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ২১ এবং ২২ এপ্রিল আমেরিকার রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন। তিনি একটি বক্তৃতা দেবেন এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করবেন।’’
গত বছর সেপ্টেম্বরে আমেরিকা সফরের সময় রাহুল ডালাসে যান। সেখানে তিনি টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। পাশাপাশি অনাবাসী ভারতীয়দের একটি সভাতেও বক্তৃতা দেন। ডালাস থেকে রাহুল ওয়াশিংটন ডিসিতে যান এবং সেখানে তিনি জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে মতবিনিময় করেন। লোকসভায় বিরোধী দলনেতা হওয়ার পরে সেটিই ছিল রাহুলের প্রথম আমেরিকা সফর। সেই সফরে ভারতে সংরক্ষণ ব্যবস্থা বাতিল করা নিয়ে তাঁর মন্তব্য ঘিরে দেশে রাজনৈতিক ঝড় উঠেছিল।
রাহুল বিদেশ গেলেই তাঁর নানা মন্তব্য ঘিরে ভারতে সমালোচনায় সরব হয় বিজেপি। এ বারের সফর ঘিরেও প্রথম থেকেই কটাক্ষ করছে তারা। সেই সঙ্গে দাবি করছে, এর আগে একাধিক বার বিদেশে গিয়ে দেশের বদনাম করেছেন রাহুল। পাল্টা কংগ্রেসের বক্তব্য, বিদেশে গিয়ে বিজেপি-আরএসএসের সমালোচনা আর ভারতের নিন্দা আলাদা। বিজেপি-আরএসএস মানেই ভারত নয়। তা ছাড়া রাহুল কোনও দিনও বিদেশে ভারতের নিন্দা করেননি। দুই শিবিরের এই বাগ্যুদ্ধের আবহে রাহুল এ বারের সফরে কী বলেন, সে দিকেই নজর সব পক্ষের।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)