শিক্ষা ক্ষেত্রে জাতপাতের ভিত্তিতে বৈষম্য ও নির্যাতন ঠেকাতে কংগ্রেস ক্ষমতায় এলে জাতীয় স্তরে রোহিত ভেমুলা আইন চালু করার প্রতিশ্রুতি দিয়েছে। আপাতত রাহুল গান্ধীর চাপে কর্নাটকের কংগ্রেস সরকার রোহিত ভেমুলা আইন আনতে চলেছে বলে ঘোষণা করেছে।
আজ লোকসভার বিরোধী দলনেতা রাহুল কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে চিঠি লিখে এ বিষয়ে অনুরোধ জানিয়েছেন। তার পরেই সিদ্দারামাইয়া ঘোষণা করেন, সামাজিক ন্যায়ের স্বার্থে যত শীঘ্র সম্ভব কর্নাটকে রোহিত ভেমুলা আইন জারি হবে।
মোদী সরকার ক্ষমতায় আসার পরে ২০১৫-তে হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দলিত গবেষক রোহিত ভেমুলা জাতিগত বৈষম্য ও হেনস্থার অভিযোগ তুলে আত্মহত্যা করেন। সঙ্ঘ পরিবারের ছাত্র সংগঠন এবিভিপি-র সঙ্গে অম্বেডকর ছাত্র সংগঠনের সদস্য রোহিত ও অন্য চার জনের বিবাদের পর তাঁদের সাসপেন্ড করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের ক্যাম্পাসে যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করেছিলেন। পুরো বিষয়টির পিছনে জাতপাত ও সামাজিক বৈষম্যের অভিযোগ উঠেছিল। রোহিত তাঁর সুইসাইড নোটেও সেই সামাজিক বৈষম্যের কথা লিখে গিয়েছিলেন। যদিও পরে তেলঙ্গানার পুলিশি
তদন্তে রোহিতের মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)