Advertisement
০২ নভেম্বর ২০২৪
Rahul Gandhi

রাজস্থানের ‘কৃতিত্ব’ নিয়ে মোদীকে খোঁচা রাহুলের

মোদী সরকারের গত ছ’মাসের ‘কৃতিত্ব’ পেশ করে রাহুলের মন্তব্য, ‘‘এই কারণগুলির জন্যই করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দেশ আত্মনির্ভর হয়েছে।’’

নরেন্দ্র মোদী সরকারকে ফের খোঁচা রাহুল গাঁধীর— ফাইল চিত্র।

নরেন্দ্র মোদী সরকারকে ফের খোঁচা রাহুল গাঁধীর— ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২১ জুলাই ২০২০ ১৯:১৮
Share: Save:

রাজস্থানের কংগ্রেস সরকারের সঙ্কটকে ‘কেন্দ্রের কৃতিত্ব’ বলে কটাক্ষ করলেন রাহুল গাঁধী। মঙ্গলবার তিনি টুইটারে করোনাভাইরাস সংক্রমণের সময় নরেন্দ্র মোদী সরকারের মাস-ভিত্তিক ‘কৃতিত্বের তালিকা’ দিয়েছেন। সেই তালিকায় রয়েছে, ‘রাজস্থান সরকারকে ফেলার প্রয়াস’। পাশাপাশি, মোদীর ‘কৃতিত্ব’ হিসেবে, করোনা সংক্রমণের আবহে গুজরাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সমাবেশ করার প্রসঙ্গও তুলেছেন রাহুল। খোঁচা দিয়েছেন, মধ্যপ্রদেশে কংগ্রেস সরকারকে উৎখাত করা, করোনা মোকাবিলায় মোমবাতি জ্বালানোর দাওয়াই এবং বিহারের বিজেপি নেতা কর্মীদের নিয়ে মোদীর ভার্চুয়াল জনসভা প্রসঙ্গেও।

রাহুল আজ তাঁর টুইট-তালিকায় মোদী সরকারের গত ছ’মাসের ‘কৃতিত্ব’ সম্পর্কে লিখেছেন—

‘‘ফেব্রুয়ারি: নমস্তে ট্রাম্প

মার্চ: মধ্যপ্রদেশে সরকার ফেলা

এপ্রিল: দেশবাসী মোমবাতি জ্বালাও

মে: সরকারের ষষ্ঠ বার্ষিকী পালন

জুন: বিহারে ভার্চুয়াল সভা

জুলাই: রাজস্থানে সরকার ফেলার প্রয়াস’’

তালিকার সঙ্গেই মোদীর স্লোগানকে বিদ্রূপ করে রাহুলের মন্তব্য, ‘‘এই কারণগুলির জন্যই করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দেশ আত্মনির্ভর হয়েছে।’’

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের সঙ্গে সদ্য বরখাস্ত উপমুখ্যমন্ত্রী সচিন পাইলটের সঙ্ঘাতের জেরে রাজস্থান সরকারের সঙ্কট প্রসঙ্গে এই প্রথম প্রতিক্রিয়া জানালেন রাহুল গাঁধী

আরও পড়ুন: গহলৌতের সহকারীকে সিবিআই জেরা, হাইকোর্টের রায় শুক্রবার

রাহুলের কটাক্ষের জবাবে এদিন পাল্টা টুইট করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তিনি লেখেন, ‘‘রাহুল গাঁধী, গত ছ’মাসে আপনার সাফল্যগুলি একটু দেখুন— ফেব্রুয়ারি: শাহিনবাগ এবং দাঙ্গা। মার্চ: জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং মধ্যপ্রদেশ হারানো। এপ্রিল: পরিযায়ী শ্রমিকদের উসকানোর চেষ্টা।’’ পাশাপাশি রাহুলকে খোঁচা দিয়ে জাভড়েকরের দাবি, রাজস্থানের কংগ্রেস সরকারের ‘ভার্চুয়াল পতন’ হয়ে গিয়েছে।

আরও পড়ুন: চিনকে বিশ্বাস করা যায় না, আমাদের প্রস্তুতি নিয়ে আরও ভাবতে হবে

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE