এ বারের দিল্লির বিধানসভা নির্বাচনে ভোটপ্রচারে বার বার উঠে এসেছে যমুনা নদীর প্রসঙ্গ। বিজেপি, কংগ্রেস একযোগে এই বিষয়ে আক্রমণ শানিয়েছে অরবিন্দ কেজরীওয়ালের দল আম আদমি পার্টি (আপ)-কে। ভোটপ্রচারের শেষ লগ্নে যমুনা-বিতর্কে আবার কেজরীওয়ালকে টানলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দিল্লিতে প্রচারে গিয়ে রাহুল আপ আহ্বায়ককে ফের তাঁর পুরনো ‘চ্যালেঞ্জে’র কথা মনে করিয়ে দিলেন। রাহুল বলেন, ‘‘আপনি (অরবিন্দ কেজরীওয়াল) যমুনার জল পান করুন, আপনার সঙ্গে হাসপাতালে দেখা করতে যাব!’’
দিল্লির এক জনসভা থেকে রাহুল বলেন, ‘‘কেজরীওয়াল বলেছিলেন, তিনি ক্ষমতায় এসে একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা আনবেন। বলেছিলেন, দিল্লিতে দুর্নীতির অবসান ঘটাবেন, পাঁচ বছরের মধ্যে যমুনা নদী পরিষ্কার করবেন। তার পর সেখানে ডুব দেবেন! কিন্তু এখনও নদী অপরিষ্কার। আমি তাঁকে বলছি, আপনি যমুনার জল পান করুন। তার পর আমরা হাসপাতালে দেখা করব!’’
যমুনা নিয়ে প্রথম থেকেই বিরোধীদের নিশানায় রয়েছেন কেজরীওয়াল এবং তাঁর দল। যমুনায় বিষ মেশাচ্ছে হরিয়ানা, সম্প্রতি এমনই মন্তব্য করে বিতর্কে জড়ান দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা। একই অভিযোগ তুলেছিলেন কেজরীওয়ালও। তাঁরা দাবি করেন, হরিয়ানা সরকারের এমন অন্তর্ঘাতের ফলেই দিল্লিতে পানীয় জল সরবরাহ বাধাপ্রাপ্ত হচ্ছে। যা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। তাদের অভিযোগ, ভোটে জিততে অসত্য কথা বলছেন কেজরীওয়াল এবং তাঁর দলের নেতা-নেত্রীরা। হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিংহ সাইনিও বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। সেই আবহে এ বার রাহুল আরও এক বার যমুনা নিয়ে কেজরীওয়ালকে আক্রমণ করলেন।
আরও পড়ুন:
আগামী বুধবার দিল্লিতে বিধানসভা নির্বাচন। এ বার দিল্লিতে বিধানসভায় ত্রিমুখী লড়াই। রাজধানীতে প্রতিটি আসনে মুখোমুখি লড়ছে আপ, বিজেপি এবং কংগ্রেস। যদিও গত বছর লোকসভা ভোটে দিল্লিতে আসন সমঝোতা করে লড়েছিল রাহুল গান্ধী এবং অরবিন্দ কেজরীওয়ালের দল। বিধানসভা ভোটের ময়দানে দুই দলই সম্মুখসমরে। প্রচার পর্বে বিজেপি, কংগ্রেস, আপ— প্রত্যেকেই একে অপরকে আক্রমণ শানিয়েছে।