ফাইল চিত্র।
দিল্লির রাজপথে আটক করা হল প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে। মঙ্গলবার দ্বিতীয় দফায় কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। এরই প্রতিবাদে আবারও সরব হয়েছেন কংগ্রেস নেতারা।
ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়াকে ইডির জিজ্ঞাসাবাদের প্রতিবাদে বিজয় চকে বিক্ষোভ প্রদর্শন করছিলেন রাহুল-সহ কংগ্রেসের শীর্ষনেতারা। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান রাহুল। সে সময়ই তাঁকে আটক করা হয়। আটক হওয়ার আগে রাহুল বলেন, ‘‘ভারত পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে, মোদী রাজা।’’
রাহুলের পাশাপাশি আটক করা হয়েছে কে সি বেণুগোপাল, অধীর চৌধুরী-সহ কংগ্রেসের একাধিক শীর্ষনেতাকে। মধ্য দিল্লিতে দলের সদর দফতরের সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা।
#WATCH | Congress leader Rahul Gandhi detained by Delhi Police at Vijay Chowk
— ANI (@ANI) July 26, 2022
Congress MPs had taken out a protest march from Parliament to Vijay Chowk pic.twitter.com/kjfhKx0Gvd
भाजपा सरकार की द्वेषपूर्ण कार्रवाई के विरुद्ध महिला कांग्रेस भी संघर्ष के मैदान में है..@MahilaCongress की अध्यक्ष @dnetta जी के नेतृत्व में महिला कांग्रेस ने प्रदर्शन किया।
— Congress (@INCIndia) July 26, 2022
हिटलरशाही के विरुद्ध संघर्ष जारी है..#SatyagrahaWithSoniaGandhi pic.twitter.com/gPVhY8DDfp
উল্লেখ্য, এর আগেও সনিয়াকে ইডির জিজ্ঞাসাবাদের প্রতিবাদে দিল্লির পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গিয়েছিল কংগ্রেস নেতাদের। রাহুলকে ইডির জিজ্ঞাসাবাদের প্রতিবাদেও বিক্ষোভ দেখিয়েছিলেন কংগ্রেসের নেতারা।
মঙ্গলবার দ্বিতীয় দফায় সনিয়াকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। রাহুল ও প্রিয়াঙ্কা গাঁধীর সঙ্গে ইডি দফতরে পৌঁছন সনিয়া।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy