নিছক প্রতিনিধিত্ব নয়। কংগ্রেস দলিত-আদিবাসী-অনগ্রসরদের ক্ষমতায় ‘অংশীদারি ও নিয়ন্ত্রণ’ নিশ্চিত করতে চায় বলে রাহুল গান্ধী দাবি করলেন। আজ পটনায় বিহারের প্রাক্তন মন্ত্রী জগলাল চৌধরির ১৩০তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ তুললেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আরএসএস দেশ জুড়ে জাতগণনা চান না। কারণ তাঁরা বাস্তব তথ্য সামনে আসতে দিতে চান না। সেই কারণেই প্রধানমন্ত্রী লোকসভায় দেড় ঘণ্টা ধরে বক্তৃতা দিলেও এক বারও জাতগণনার কথা উচ্চারণ করেননি। স্বাধীনতা সংগ্রামী জগলাল বিহারে দলিতদের অন্যতম ‘আইকন’।
মঙ্গলবার বিকেলে লোকসভায় রাষ্ট্রপতির বক্তৃতা নিয়ে বিতর্কের জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গান্ধী পরিবারকে নিশানা করেছিলেন। বুধবার পটনায় রাহুল গান্ধী বলেন, ‘‘আমি লোকসভায় নতুন প্রযুক্তির পাশাপাশি দলিত, আদিবাসী, অনগ্রসরদের অংশীদারির কথা বলেছিলাম। প্রধানমন্ত্রী সংসদে দেড় ঘণ্টা বক্তৃতা করেছেন। কিন্তু এক বারও জাতগণনার কথা উচ্চারণ করেননি।’’
রাহুল গান্ধীর জাতগণনার দাবিতে বিজেপি বরাবরই কত জন দলিত, আদিবাসী, ওবিসি মন্ত্রী-সাংসদ হয়েছেন তার হিসেব দিয়ে থাকে। আজ রাহুল গান্ধী বলেন, ‘‘আজকাল বিভিন্ন জাতের মানুষকে প্রার্থী করা ফ্যাশন। প্রধানমন্ত্রী মোদীও এ নিয়ে বড়াই করেন। কিন্তু তার পরে উনি বিধায়কদের ক্ষমতা কেড়ে নেন। সাংসদদের বসিয়ে রেখেছেন।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)