বেতন কেন বৃদ্ধি করেনি সংস্থা, এই ক্ষোভে সংস্থারই বাসে আগুন লাগিয়ে দিলেন চালক। আর তাতেই ঝলসে মৃত্যু হল সংস্থার চার কর্মীর। গুরুতর আহত ছ’জন। আরও চার জন কোনও রকমে বাসের জানলা ভেঙে লাফ মেরে প্রাণে বেঁচেছেন। বুধবার ঘটনাটি ঘটেছে পুণের হিঞ্জেওয়াড়িতে।
পুলিশ সূত্রে খবর, প্রথমে মনে করা হয়েছিল বাসে শর্ট সার্কিটের কারণে আগুন ধরে গিয়েছিল। কিন্তু চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই আসল ঘটনা প্রকাশ্যে আসে। অভিযুক্ত চালকের নাম জনার্দন হম্বার্ডীকর। হিঞ্জেওয়াড়ির একটি গ্রাফিক সংস্থার বাস চালাতেন জনার্দন। তাঁর অভিযোগ, সকলের বেতন বাড়লেও, তাঁর বেতন বৃদ্ধি করা হচ্ছিল না। শুধু তা-ই নয়, কাজের চাপে ঠিকমতো খাবার খাওয়ার সুযোগও দেওয়া হত না। এই বিষয়টি নিয়ে অত্যন্ত ক্ষিপ্ত ছিলেন চালক জনার্দন।
আরও পড়ুন:
বুধবার কর্মীদের বাসে করে সংস্থায় পৌঁছে দিচ্ছিলেন জনার্দন। মাঝরাস্তায় আচমকাই বাসে আগুন ধরে যায়। এসি বাস হওয়ায় প্রথমে মনে করা হয়েছিল শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছে। দাউ দাউ করে আগুন ধরে যায় বাসে। তখন বাসের ভিতরে ছিলেন ১৪ জন কর্মী। সেই আগুনেই ঝলসে মৃত্যু হয় চার কর্মীর। আরও ছয় কর্মী ঝলসে গুরুতর আহত হন। বাকি চার জন বাসের জানলার কাচ ভেঙে কোনওমতে বাইরে বেরিয়ে আসেন। তদন্তে পুলিশ জানতে পেরেছে, চালক জনার্দন আগে থেকেই পরিকল্পনা করে বাসের ভিতরে বেঞ্জিম সলিউশন নামে একটি রাসায়নিক রেখে দিয়েছিলেন। কর্মীদের নিতে যাওয়ার আগে দোকান থেকে দেশলাই কেনেন তিনি। তার পর একটি কাপড়ের টুকরো ওই রাসায়নিক দিয়ে ভিজিয়ে নেন। কর্মীদের বাড়ি থেকে তুলে সংস্থায় নিয়ে আসার পথে রাসায়নিক ভেজানো ওই কাপড়ে আগুন দিয়ে বাসের ভিতরে ছুড়ে দেন। মুহূর্তে দাউ দাউ করে জ্বলে ওঠে বাস।