কেন্দ্রকে আক্রমণ প্রিয়ঙ্কার। —ফাইল চিত্র।
স্পাইওয়্যার ছড়িয়ে ব্যক্তিগত তথ্য হাতানো নিয়ে এ বার সরাসরি কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। তাঁর দাবি, আড়ি পাতা নিয়ে সংশ্লিষ্ট ইজরায়েলি সংস্থার সঙ্গে তাদের কোনও কথা হয়েছিল কি না, তা স্পষ্ট করতে হবে কেন্দ্রের বিজেপি সরকারকে।
শুক্রবার নিজের টুইটার হ্যান্ডলে প্রিয়ঙ্কা লেখেন, ‘সাংবাদিক, আইনজীবী, সমাজকর্মী এবং রাজনীতিকদের ফোনে আড়ি পাতা নিয়ে ইজরায়েলি সংস্থার সঙ্গে বিজেপি সরকারের কোনওরকম কথা হয়ে থাকলে, তা মানবাধিকার বিরোধী এবং জাতীয় নিরাপত্তার পক্ষে কলঙ্কের। এ নিয়ে কেন্দ্রীয় সরকারের সাফাই চাইছি।’’
তাঁদের অ্যাকাউন্টে আড়ি পাতা হচ্ছে বলে গত এক সপ্তাহ ধরে হোয়াটসঅ্যাপের কাছ থেকে সতর্কবার্তা পেয়েছেন একাধিক বিশিষ্ট নাগরিক, যাঁদের মধ্যে অন্যতম হলেন ভীমা-কোরেগাঁও মামলায় ‘শহুরে নকশাল’ তকমা প্রাপ্ত সমাজকর্মীদের আইনজীবী নিহাল সিংহ রাঠৌর, আদিবাসী অধিকারের সপক্ষে সওয়াল করা বেলা ভাটিয়া, মানবাধিকার কর্মী ডেগ্রিপ্রসাদ চৌহান-সহ আরও অনেকে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের দাবি। ভিডিয়ো কলের সময় এঁদের ফোনে পেগেসাস নামের একটি স্পাইওয়্যার বসিয়ে দেওয়ার চেষ্টা করেছিল ইজরায়েলি সংস্থা এনএসও।
If the BJP or the government has engaged Israeli agencies to snoop into the phones of journalists, lawyers, activists and politicians, it is a gross violation of human rights and a scandal with grave ramifications on national security. Waiting for the government’s response.
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) November 1, 2019
প্রিয়ঙ্কার টুইট।
আরও পড়ুন: ফোনে আড়ি পাতল কে, প্রশ্ন বিরোধীদের
আরও পড়ুন: ‘গ্যাস চেম্বার’ দিল্লি! বাতাসের ভয়ানক অবনতিতে জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা জারি
ওই সংস্থার বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা ঠুকেছে হোয়াটসঅ্যাপের পেরেন্ট সংস্থা ফেসবুক। চাওয়া হয়েছে মোটা অঙ্কের ক্ষতিপূরণও। তার পরেই বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে জবাবদিহি করতে বলে মোদী সরকার। কিন্তু এই ঘটনায় কেন্দ্রীয় সরকারকেই কাঠগড়ায় তুলেছেন বিরোধীরা। সরকারি অনুমোদন ছাড়া কোনও বিদেশি কোনও সংস্থার পক্ষে বেছে বেছে সরকার বিরোধী বিশিষ্ট নাগরিকদের নিশানা করা সম্ভব নয় বলে অভিযোগ তুলেছেন তাঁরা। এ দিন সেই সুরেই গলা মেলান প্রিয়ঙ্কা। কংগ্রেসের তরফে গোটা ঘটনায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপও দাবি করা হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy