ফাইল চিত্র।
করোনায় আক্রান্ত হলেন তাঁর মেয়ে প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। শুক্রবার টুইট করে নিজেই এ খবর জানিয়েছেন প্রিয়ঙ্কা। আপাতত তিনি নিভৃতবাসে থাকবেন বলে জানিয়েছেন। মায়ের সংস্পর্শে এসেই কি সংক্রমিত হলেন তিনি? উঠছে প্রশ্ন। যদিও প্রিয়ঙ্কা নিজে এ বিষয়ে কিছু জানাননি।
শুক্রবার সকালে টুইটারে প্রিয়ঙ্কা লিখেছেন, ‘আমার মৃদু উপসর্গযুক্ত কোভিডে ধরা পড়েছে। সমস্ত কোভিডবিধি মেনে বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের অনুরোধ প্রয়োজনীয় সতর্কতা নিন।’
I've tested positive for COVID-19 with mild symptoms. Following all the protocols, I have quarantined myself at home.
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) June 3, 2022
I would request those who came in contact with me to take all necessary precautions.
বৃহস্পতিবার কোভিডে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া। ঘটনাচক্রে, ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে সনিয়াকে আগামী ৮ জুন এবং তাঁর ছেলে তথা কংগ্রেস নেতা রাহুল গাঁধীকে ২ জুন তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তবে করোনায় আক্রান্ত হওয়ায় আপাতত তা সম্ভব নয় বলে সূত্রের খবর। প্রিয়ঙ্কার মতো তাঁরও মৃদু উপসর্গ থাকায় বাড়িতে নিভৃতবাসে রয়েছেন সনিয়া। অন্য দিকে, রাহুল আগেই জানিয়েছেন যে বিদেশে থাকার জন্য মাত্র ২৪ ঘণ্টার নোটিসে ইডি-র কাছে যাওয়ার প্রশ্নই নেই। তাঁকে ১৩ জুন হাজিরার নির্দেশ দিয়েছে ইডি।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy