প্রিয়ঙ্কা চতুর্বেদি (বাঁ দিকে) ও অমৃতা ফড়ণবীস। - ফাইল ছবি।
মহারাষ্ট্রের পূর্বতন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের স্ত্রী অমৃতার একটি মন্তব্য নিয়ে ফের কটাক্ষ করলেন শিবসেনা নেত্রী প্রিয়ঙ্কা চতুর্বেদি। বললেন, মহারাষ্ট্রের সরকারি কর্মচারিদের বেতনের অ্যাকাউন্ট অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তে উনি (অমৃতা) রাজনৈতিক বিদ্বেষের গন্ধ পেলে, এটাও ওঁকে মেনে নিতে হবে তিনি সেখানকার কর্মী বলেই ওই বেতনের অ্যাকাউন্ট অ্যাক্সিস ব্যাঙ্কে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ফড়ণবীসের জমানায়।
রাজ্য সরকারি কর্মচারিদের বেতনের অ্যাকাউন্ট ইতিমধ্যেই অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের জোট সরকার। ঠাণে পুরসভাও একই সিদ্ধান্ত নেওয়ার পর শনিবার টুইটে অমৃতাকে কটাক্ষ করেছেন প্রিয়ঙ্কা।
শিবসেনা নেত্রী তাঁর টুইটে লিখেছেন, ‘‘আমি খুবই অবাক হয়ে যাচ্ছি এটা দেখে যে, উনি সরকারি কর্মচারিদের বেতনের অ্যাকাউন্ট অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের মধ্যে রাজনৈতিক বিদ্বেষের গন্ধ খুঁজে পাচ্ছেন। উনি যদি এতে রাজনৈতিক বিদ্বেষ খুঁজে পান, তা হলে বলতে হবে, উনি কাজ করেন বলেই পূর্বতন মুখ্যমন্ত্রী ওই অ্যাকাউন্ট অ্যাক্সিস ব্যাঙ্কে নিয়ে যাওয়ার সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন। ওঁরা যে প্রশ্ন তুলেছেন, সেই প্রশ্নটা ওঁদের বিরুদ্ধেও তোলা যায় না কি?’’
Last but not the least, a tip to Ms. Fadnavis, judging Maharashtra and teaching Maharashtrians what to do definitely doesn’t come under the purview of an employee of @AxisBank .
— Priyanka Chaturvedi (@priyankac19) December 29, 2019
Those who scribble walls should learn to read the writing on the wall. Jai Maharashtra. https://t.co/oL8kUKieq6
টুইটে তিনি ঠাকরে সরকারের কাছে দাবি জানিয়েছেন, অ্যাক্সিস ব্যাঙ্কে ওই অ্যাকাউন্ট সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া স্বচ্ছ ছিল কি না, তার তদন্ত হোক। এর জন্য বিজেপির পকেটে অ্যাক্সিস ব্যাঙ্ক কত টাকা দিয়েছিল, তারও তদন্তের দাবি জানিয়েছেন প্রিয়ঙ্কা।
দিনকয়েক আগে একটি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে অমৃতা অবশ্য দাবি করেছিলেন, ‘‘অ্যাক্সিস ব্যাঙ্কে ওই অ্যাকাউন্ট সরিয়ে নিয়ে যাওয়ার পর তিনি ফড়ণবীসকে বিয়ে করেছিলেন। ওই অ্যাকাউন্ট সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তার আগের কংগ্রেস-এনসিপি জোট সরকারের আমলে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy