রামনাথ কোবিন্দ। ফাইল চিত্র।
সম্প্রতি বাইপাস সার্জারি হয়েছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। দিল্লির এমস (অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সস)-এ হয়েছে এই অস্ত্রোপচার। রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে, বর্তমানে অনেকটাই ভাল আছেন রাষ্ট্রপতি। তাঁকে আইসিইউ থেকে স্থানান্তরিত করা হয়েছে বলেও জানানো হয়েছে।
রাষ্ট্রপতির দফতর থেকে একটি টুইট করে জানানো হয়েছে, ‘‘আজ এমস-এর আইসিইউ থেকে একটি বিশেষ রুমে স্থানান্তরিত করা হয়েছে কোবিন্দকে। ক্রমাগত তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। চিকিৎসকরা তাঁর দিকে নজর রাখছেন ও তাঁকে বিশ্রাম নিতে বলা হয়েছে।’’
President Kovind was shifted from the ICU to a special room in the AIIMS today. His health has been improving continuously. Doctors are constantly monitoring his condition and have advised him to take rest.
— President of India (@rashtrapatibhvn) April 3, 2021
কয়েক দিন আগে বুকে ব্যথা অনুভব করায় দিল্লির এমস হাসপাতালে ভর্তি করা হয় রাষ্ট্রপতি কোবিন্দকে। তার পরেই সিদ্ধান্ত নেওয়া হয়, বাইপাস সার্জারি করা হবে তাঁর।
অস্ত্রোপচারের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইট করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। এমনকি বাংলাদেশ সফররত অবস্থাতেও ক্রমাগত রাষ্ট্রপতির ছেলের সঙ্গে ফোনে যোগাযোগ রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সার্জারির পরে টুইট করে নিজের শরীরের কথা সবাইকে জানান রাষ্ট্রপতি। শুভেচ্ছা জ্ঞাপনের জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy