Goldman of Bihar: গলার হার থেকে ফোন সবই সোনায় মোড়া! ইনি বিহারের ‘গোল্ডম্যান’
কারও জামাকাপড়ের শখ থাকে, কারও জুতোর, কারও আবার ঘড়ির, কারও গাড়ির। কিন্তু বিহারের প্রেম সিংহের শখ সোনার।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২২ ১৫:৪৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
কারও জামাকাপড়ের শখ থাকে, কারও জুতোর, কারও আবার ঘড়ি, কারও গাড়ির। কিন্তু বিহারের এক ব্যক্তির শখ সোনার। আর সেই শখের কারণে তিনি বিহারের ‘গোল্ড ম্যান’। লোকে তাকে ‘গোল্ড ম্যান অব বিহার’ বলেই চেনে।
০২১২
আসল নাম প্রেম সিংহ। তিনি পটনার বাসিন্দা।
০৩১২
প্রেম সিংহ পেশায় ঠিকাদার। তাঁর দাবি, ঠিকাদারি থেকে উপার্জিত টাকার বেশির ভাগটাই সোনা কেনার কাজে ব্যয় করেন প্রেম।
০৪১২
২০ বছর বয়স থেকেই সোনার গয়নার শখ প্রেমের। সেই সময় থেকেই একটু একটু করে সোনা কেনা শুরু করেন। সারা গায়ে দু’কিলো সোনা পরে ঘোরেন বিহারের ‘গোল্ডম্যান’। যার বর্তমান বাজারদর দেড় কোটি টাকা।
০৫১২
প্রেম জানান, সোনার গয়না পরার ভাবনা এসেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলি থেকে। তাঁর কথায়, “ওই রাজ্যগুলিতে যদি মানুষ সোনা পরে ঘুরতে পারেন, তা হলে তিনি কেন পারবেন না।” আর সেখান থেকেই নিজের একটা আলাদা পরিচয় গড়ে তোলার পথ বেছে নেন প্রেম।
০৬১২
হাতে ছ’টি সোনার ব্রেসলেট, গলায় ১৭টি সোনার হার, তার মধ্যে একটির লকেটে লেখা ‘গোল্ডম্যান অব বিহার’।
০৭১২
প্রেমের দু’হাতের সব আঙুলে সোনার আংটি, তাতে আবার কয়েকটিতে হিরে বসানো। এমনকি মোবাইলের কভারও সোনায় মুড়িয়ে রেখেছেন তিনি।
০৮১২
তাঁর গায়ের সোনা যাতে লুট না হয়, তাই সুরক্ষার জন্য ৫-৭ জন লোককে রেখেছেন প্রেম।
০৯১২
এত সোনা পরে রাস্তা দিয়ে চলেন, লুট হয়ে যাওয়ার ভয় করে না? প্রশ্ন করা হয়েছিল প্রেমকে। উত্তরে তিনি জানান, বিহারের সুশাসনের প্রতি তাঁর ভরসা আছে। তাই গা-ভর্তি গয়না পরে বেরিয়েও তাঁর এতটুকুও ভয় হয় না।
১০১২
তবে গত বছরেই এক রাতে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীদের কবলে পড়েন প্রেম। মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁর গয়না লুট করে দুষ্কৃতীরা। যদিও লুট হওয়া সমস্ত গয়নাই পরে পুলিশ উদ্ধার করে প্রেমের হাতে তুলে দেয়।
১১১২
নিজেকে ‘বিহারের গোল্ডম্যান’ বলতে গর্ব অনুভব করেন প্রেম। আদতে ভোজপুর জেলার কল্যাণপুর পঞ্চায়েতের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা। কিন্তু কর্মসূত্রে তিনি পটনায় থাকেন।
১২১২
প্রেম জানিয়েছেন, নিজের উপার্জিত টাকা দিয়ে সোনা কিনে যাবেন। তাঁর ইচ্ছা সোনার পরিমাণ বাড়িয়ে বিশ্বরেকর্ড করার।