Advertisement
২৮ ডিসেম্বর ২০২৪
Pranab Mukherjee

দেশের বিকাশে প্রণবের ভূমিকা স্মরণ মোদীর || পিতৃসম ছিলেন, বললেন মমতা

প্রণববাবুর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন ভারতীয় রাজনীতির সঙ্গে জড়িত তাবড়  ব্যক্তিত্বরা। 

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২০ ২০:০৯
Share: Save:

ভারতীয় রাজনীতির ইতিহাসে এক অধ্যায়ের সমাপ্তি। প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় দিল্লির সেনা হাসপাতালে মৃত্যু হয় প্রণববাবুর। কোমার আচ্ছন্ন অবস্থাতেই শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। সে অবস্থাতেই মৃত্যু হয় প্রাক্তন রাষ্ট্রপতির। এ দিন টুইট করে প্রণববাবুর মৃত্যুর খবর জানান তাঁর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। প্রণববাবুর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন ভারতীয় রাজনীতির সঙ্গে জড়িত তাবড় ব্যক্তিত্বরা। বাদ যাননি ক্রীড়াজগতের তারকাও।

প্রাক্তনের প্রতি শোকবার্তা জানিয়েছেন বর্তমান রাষ্ট্রপতি। প্রণবের মৃত্য়ুসংবাদের পাওয়ার পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ একাধিক এ দিন টুইট করেছেন। তার একটিতে তিনি লিখেছেন, “প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর শুনে আঘাত পেলাম। তাঁর মৃত্যু একটি যুগের সমাপ্তি। আমি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের পরিবার, বন্ধু এবং সকল দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানাই।” সেই সঙ্গে টুইটারে প্রণবের সঙ্গে তাঁর একাধিক ছবিও শেয়ার করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

প্রণববাবুর মৃ্ত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। পর পর টুইটে প্রণবের প্রতি শ্রদ্ধার্ঘ জানিয়েছেন তিনি। একটি টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, “ভারতরত্ন শ্রী প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করছে ভারত। আমাদের দেশের উন্নয়নের গতিপ্রকৃতিতে একটি অলঙ্ঘনীয় চিহ্ন রেখে গেছেন তিনি। এক জন অসাধারণ পণ্ডিত, এক গৌরবময় রাষ্ট্রনায়ক হিসাবে রাজনীতি তথা সমাজের সমস্ত স্তরে উচ্চপ্রশংসিত ছিলেন প্রণববাবু।” অন্য একটি টুইটে মোদী লিখেছেন, “রাষ্ট্রপতি ভবনকে আম জনতার জন্য আরও বেশি ধরাছোঁয়ার মধ্যে এনে দিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতির বাসভবনকে শিক্ষা, উদ্ভাবন, সংস্কৃতি, বিজ্ঞান এবং সাহিত্যের কেন্দ্র করে তুলেছিলেন তিনি। রাজনীতির মূল নীতিগত বিষয়গুলি নিয়ে তাঁর বিদগ্ধ পরামর্শ কখনই ভুলব না।”

ভারতীয় রাজনীতিতে যে ক’জন বাঙালির ছাপ রেখে গিয়েছেন প্রণববাবু ছিলেন তাঁর অন্যতম উজ্জ্বল নক্ষত্র। এ দিন তাঁর মৃত্যুসংবাদ শোনামাত্র শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়

টুইটারে একটি আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, “গভীর দুঃখের সঙ্গে লিখতে হচ্ছে। ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায় আমাদের ছেড়ে চলে গিয়েছেন। একটা অধ্যায়ের সমাপ্তি ঘটল। দশকে পর দশক আমার কাছে পিতৃসম ছিলেন তিনি। প্রথম বার সাংসদ হিসাবে জেতার পর আমার সিনিয়র ক্যাবিনেট সহকর্মী থেকে মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর রাষ্ট্রপতি হয়ে ওঠা— কত স্মৃতি ভেসে আসছে। দিল্লিতে যাব, অথচ প্রণবদার সঙ্গে দেখা করব না, এটা যেন ভাবতেই পারতাম না। রাজনীতি থেকে অর্থনীতি, সব বিষয়েই তাঁর অবাধ জ্ঞান ছিল। তাঁর কাছে সদাকৃতজ্ঞ থাকব। (প্রণবদাকে) খুব মিস করব। অভিজিৎ এবং শর্মিষ্ঠার প্রতি আমার সমবেদনা জানাই।”

প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে টুইটারে ছাড়াও এ দিন রাজ্য সরকারের তরফে একটি শোকবার্তা প্রকাশ করা হয়। তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন প্রণববাবু ভারতের রাজনীতির উজ্জ্বল রত্ন ছিলেন। ভারতরত্ন উপাধির বাইরেও এই ছিল তাঁর সবচেয়ে বড় পরিচিতি। ভারতীয় রাজনীতির এবং বিশেষত সংসদীয় ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অগ্রজ চিন্তকের।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই প্রণববাবুর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন এ রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি লিখেছেন, “ভারতরত্ন তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। একটা অধ্যায় শেষ হয়ে গেল। জনজীবনের এক বিশাল প্রতিমূর্তি আমাদের ছেড়ে চলে গেলেন। পক্ষপাতদুষ্ট রাজনীতির ঊর্ধ্বে উঠে এক জন ঋষির মতো রাষ্ট্রনেতার ভূমিকায় ভারতমাতার সেবায় দেখা গিয়েছে তাঁকে। দেশ এক জন মহান নেতাকে হারাল।”

রাজনীতির সকল পরিসরেই সমান শ্রদ্ধেয় ছিলেন প্রণববাবু। এ দিন তাঁর প্রয়াণে সমবেদনা জানিয়েছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “মাতৃভূমির জন্য অনবদ্য সেবা এবং অদম্য অবদানের কারণে সর্বদা স্মরণীয় থাকবে প্রণবদার জীবন। তাঁর মৃত্যুতে ভারতের রাজনীতিতে এক বিরাট শূন্যতার সৃষ্টি হল। এই অপূরণীয় ক্ষতিতে তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। ওম শান্তি শান্তি শান্তি।”

আরও পড়ুন: কীর্ণাহার থেকে রাইসিনা: চাণক্যের চড়াই-উৎ‌রাই যাত্রাপথ

আরও পড়ুন: না জনভিত্তি, না পারিবারিক গরিমা, তবু রূপকথার চেয়ে কম ছিল না প্রণববাবুর যাত্রাপথ​

বাংলার রাজনীতির ক্ষুদ্র পরিসর ছাপিয়ে সর্বভারতীয় আঙিনায় অতি সহজেই বিচরণ করেছেন প্রণববাবু। তাঁর মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। “অত্যন্ত দুঃখের সঙ্গে দেশ আজ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুসংবাদ শুনল। দেশবাসীর সঙ্গে সঙ্গে আমিও তাঁকে শ্রদ্ধার্ঘ জানাই। তাঁর পরিবার এবং বন্ধুদের প্রতি আমার গভীর সমবেদনা রইল।” —টুইট রাহুলের।

শুধু যে রাজনীতির আঙিনার ব্যক্তিত্বরা শোকবার্তা দিয়েছেন, এমনটা নয়। প্রণববাবুর প্রয়াণের ক্রীড়াজগতের তারকারাও শোকবার্তা দিয়েছেন। এ দিন টুইটারে বিরাট কোহালি বলেন, “এক অসাধারণ নেতাকে হারাল দেশ। প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের খবরে দুঃখিত। তাঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।”

অন্য বিষয়গুলি:

Pranab Mukherjee Death Obituary Narendra Modi Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy