Advertisement
১৮ নভেম্বর ২০২৪

উপত্যকায় চালু পোস্টপেড, বাকি সুবিধে অধরাই

এ নিয়ে আজ ৭১ দিনে পড়ল কাশ্মীরে নিষেধাজ্ঞা। পোস্টপেড চালু হলেও এখনও বন্ধ প্রিপেড মোবাইল ও ইন্টারনেট।

ফোনে ব্যস্ত। কাশ্মীরে। ছবি: পিটিআই।

ফোনে ব্যস্ত। কাশ্মীরে। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
শ্রীনগর শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৯ ০২:৩৩
Share: Save:

প্রায় আড়াই মাস পরে অবশেষে উপত্যকায় চালু হল পোস্টপেড মোবাইল পরিষেবা। সোমবার মোবাইল সংস্থাগুলিকে ওই পরিষেবা চালু করার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। কয়েক দিনের মধ্যে ইন্টারনেটও চালু হবে বলে আশ্বাস দিয়েছেন রাজ্যপাল সত্যপাল মালিক। অন্য দিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি, কাশ্মীরে এখন ১ হাজার মানুষ বন্দি রয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৮০০ জন পাথর ছোড়ায় অভিযুক্ত।

এ নিয়ে আজ ৭১ দিনে পড়ল কাশ্মীরে নিষেধাজ্ঞা। পোস্টপেড চালু হলেও এখনও বন্ধ প্রিপেড মোবাইল ও ইন্টারনেট। এসএমএস করা যাচ্ছে কেবল বিএসএনএল পোস্টপেড মোবাইল সংযোগ থেকে। রাজ্যপালের বক্তব্য, ‘‘তরুণ-তরুণীরা একে অপরের সঙ্গে কথা বলতে পারছিল না। এখন আর অসুবিধে নেই।’’ আজ দুপুর বারোটা নাগাদ উপত্যকায় চালু হয়েছে পোস্টপেড পরিষেবা। পুরনো শ্রীনগরের বাসিন্দা বাশারত আহমেদ এক ঘণ্টায় সেরে ফেলেছেন অন্তত ৩০টা ফোন। খবর নিয়েছেন আত্মীয়স্বজন বন্ধুবান্ধবদের।

তবে এতে সমস্যা বিশেষ মিটবে না বলেই দাবি অধিকাংশ শ্রীনগরবাসীরই। কারণ, কাশ্মীরের বেশির ভাগ মানুষেরই প্রিপেড ফোন। সরকারি তথ্য অনুযায়ী, ৮০ লক্ষ মোবাইল সংযোগ রয়েছে উপত্যকায়। তার মাত্র ১৬ লক্ষ পোস্টপেড। বাকি ৬৪ লক্ষ প্রিপেড। শ্রীনগরবাসীদের দাবি, উপত্যকায় উচ্চবিত্ত বা প্রভাবশালীরাই সাধারণত পোস্টপেড মোবাইল ব্যবহার করেন। ফলে আম জনতার সমস্যা মিটল না। ইন্টারনেট চালু না হলে সমস্যা মিটবে না। শ্রীনগর মহিলা কলেজের ছাত্রী সীমিনা জহাঙ্গীরের কথায়, ‘‘এটা চোখে ধুলো দেওয়া ছাড়া কিছুই নয়। মানুষের সমস্যা এক ফোঁটাও কমল না।’’ পোস্টপেড মোবাইল গ্রাহকেরাও স্বস্তিতে নেই। প্রায় দু’মাস পরিষেবা বন্ধ থাকলেও তাঁদের যথারীতি বিল মেটাতে হবে। বিল বকেয়া থাকায় অনেকের ফোনে ‘আউটগোয়িং’ কল বন্ধ রয়েছে।

কাশ্মীর নিয়ে নরেন্দ্র মোদী সরকারের পদক্ষেপের পক্ষে এ দিনও সওয়াল করেছেন অমিত শাহ। তাঁর বক্তব্য, ‘‘কাশ্মীরে এখন ১ হাজার মানুষ বন্দি রয়েছেন। তাঁদের মধ্যে ৮০০ জনের বিরুদ্ধে পাথর ছোড়ার অভিযোগ রয়েছে।’’ অমিতের দাবি, বিশেষ মর্যাদা লোপের পরে যাতে কাশ্মীরবাসীকে উস্কানি দিয়ে গোলমাল পাকানো না হয়, সে জন্যই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতিকে গৃহবন্দি করা হয়েছিল। তাঁর দাবি, ফারুক আবদুল্লার বিরুদ্ধে জন সুরক্ষা আইনে অভিযোগ আনার আগে তাঁকে গৃহবন্দি করা হয়নি। এ দিনও জঙ্গি কার্যকলাপের খবর মিলেছে উপত্যকায়। পুলিশের দাবি, শোপিয়ানের শিরমল গ্রামে শরিফ খান নামে এক ট্রাকচালককে গুলি করে খুন করেছে জঙ্গিরা। এক আপেল বাগান মালিককে মারধরও করেছে তারা। ফল পরিবহণ বাড়ায় জঙ্গিরা মরিয়া হয়ে উঠেছে বলে দাবি পুলিশের।

অন্য বিষয়গুলি:

Kashmir Postpaid Mobile Phone Services
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy