হস্টেলের খাবার খেয়ে আইআইটি দিল্লির কয়েক জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ। তাঁদের কয়েক জন সমাজমাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন। হস্টেলের খাবারের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। কর্তৃপক্ষ যদিও অভিযোগ মানেননি। তাঁদের দাবি, বাইরের এক বিক্রেতার থেকে মিষ্টি কিনে খেয়ে অসুস্থ হয়ে পড়েন ওই পড়ুয়ারা। বুধবারের পরীক্ষা তাঁরা পিছিয়ে দিয়েছেন।
সমাজমাধ্যমে পোস্ট দিয়ে আইআইটি দিল্লির কয়েক জন পড়ুয়া জানিয়েছেন, হস্টেলের মেসে লিট্টি-চোখা খেয়ে অসুস্থ হয়ে পড়েন তাঁরা। পেটখারাপ, বমি, জ্বর হয় বেশ কয়েক জনের। কয়েক জনের চিকিৎসা চলে ক্যাম্পাসে। কয়েক জনকে আবার অ্যাম্বুল্যান্সে চাপিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। এক ছাত্র লিখেছেন, ভোর ৬টা পর্যন্ত শৌচালয়েই বসে থাকতে হয়েছে তাঁকে। আইআইটি ক্যাম্পাসের ভিতরে যে হাসপাতাল রয়েছে, সেখানে গিয়ে দেখেন, এক জন মাত্র চিকিৎসক রয়েছেন। তাঁর কাছে রোগীর লাইন ক্রমশ দীর্ঘতর হয়েছে। ওই পড়ুয়ার কথায়, ‘‘এটা লজ্জাজনক। হস্টেলের খাবারের জন্য আমরা দাম দিই। তার বদলে এই পেলাম? হাস্যকর!’’
আরও পড়ুন:
যদিও আইআইটি দিল্লি কর্তৃপক্ষ প্রথমে দাবি করেন, বাইরের এক বিক্রেতার থেকে মিষ্টি খেয়েছিলেন পড়ুয়ারা। পরে যদিও তাঁদের তরফে জানানো হয়, পেটের সমস্যা প্রকোপ হয়েছে পড়ুয়াদের। সে কারণে ৩০ এপ্রিলের পরীক্ষা পিছিয়ে ৮ মে করা হয়েছে।