কানের কাছে ভেঁপু বাজানোর শাস্তি। ছবি সৌজন্য টুইটার।
কোনও উৎসব বা মেলায় গেলেই নানা রকম বাঁশি এবং ভেঁপুর আওয়াজ পাওয়া যায়। ভেঁপুর তীক্ষ্ণ আওয়াজে কান ঝালাপালা হয়ে যাওয়ার জোগাড় হয়। কোনও উৎসব বা মেলায় গিয়ে এমন অভিজ্ঞতা অনেকেরই হয়েছে। কেউ কেউ আবার ইচ্ছাকৃত ভাবেই কানের কাছে জোরে সেই ভেঁপু বাজান। তবে এর জন্য তাঁরা শাস্তি পেয়েছেন, এমন ঘটনা আগে কখনও কোথাও শোনা যায়নি।
তবে এ বার ভেঁপু বাজিয়ে শাস্তির মুখে পড়লেন কয়েক জন যুবক। না, শুধু ভেঁপু বাজানোর জন্য নয়। অভিযোগ, ওই যুবকরা পথচারীদের কানের কাছে গিয়ে জোরে ভেঁপু বাজাচ্ছিলেন। কেউ কেউ প্রতিবাদও করেছিলেন। কিন্তু পথচারীদের অতিষ্ঠ করে তাঁরা বেশ মজাই পাচ্ছিলেন। কিন্তু পরে যে সেই মজা হাড়ে হাড়ে টের পেতে হবে, সেটা কল্পনাও করতে পারেননি তাঁরা।
#WATCH| MP: Police uniquely deal with miscreants who allegedly blew trumpets into passersby's ears in Jabalpur(6.10)
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) October 6, 2022
Instructions are to take action against notorious elements&people who disturb others by blowing trumpets. Post exhortation,we seize their trumpets:Police official pic.twitter.com/LEYHs0oBOH
পথচারীদের কয়েক জন যুবক ভেঁপু বাজিয়ে অতিষ্ঠ করে তুলছেন, খবরটি পৌঁছেছিল পুলিশের কাছে। তক্কে তক্কে ছিল তারা। নজরে পড়তেই অভিযুক্তদের মধ্যে দু’জনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। কানের কাছে ভেঁপু বাজালে কতটা অস্বস্তি হয়, সেই অভিজ্ঞতাই বা কেমন, ওই দু’জনকে তা টের পাওয়াল পুলিশ।
দু’জনকে ধরে একে অপরের কানের কাছে জোরে ভেঁপু বাজাতে বলে পুলিশ। তার পর এই ধরনের কাজ আর আর করার প্রতিশ্রুতি আদায় করে দু’জনকে কান ধরে রাস্তার মধ্যে উঠবসও করানো হয়। ঘটনাটি মধ্যপ্রদেশের ভোপালের। এক পুলিশ আধিকারিককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই বলেছে, “এই ধরনের কাজ কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। যাঁরা করবেন তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy