এক শিশুকে ধর্ষণের দায়ে ১০ বছর জেল খেটেছেন। ছাড়া পেয়ে ফের এক শিশুকে অপহরণের মামলায় ন’মাস জেল খাটেন। জামিনে ছাড়া পাওয়া ওই ব্যক্তিকে ফের এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করল পুলিশ। উত্তরপ্রদেশের বরেলীর ওই ঘটনায় উদ্ধার করা হয়েছে অপহৃত নাবালিকাকেও।
পুলিশ সূত্রে খবর, গত ২০ ফেব্রুয়ারি বরেলীর ভোজিপুরা থানা এলাকায় একটি গ্রামে বিয়েবাড়িতে গিয়েছিল নাবালিকা। ওই সময়েই অভিযুক্ত খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে অপহরণ করে বলে অভিযোগ। ঘটনার পরের দিনই থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন নাবালিকার বাবা-মা। এর পরেই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে নাবালিকার খোঁজ শুরু করে পুলিশ। অবশেষে ঘটনার ন’দিন পরে শুক্রবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক জেরায় অভিযুক্ত জানিয়েছেন, তিনি নাবালিকাকে চার বার ধর্ষণ করেছেন।
আরও পড়ুন:
ধৃতের বিরুদ্ধে এর আগেও নাবালিকা নির্যাতনের অভিযোগ রয়েছে। ২০১৩ সালে বরেলীতেই পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হন তিনি। ১০ বছরের কারাদণ্ড হয়। ছাড়া পেয়ে আবার সাত বছর বয়সি এক নাবালিকাকে অপহরণের অভিযোগে ন’মাস জেলে খাটেন তিনি। অপহরণের মামলায় জামিনে ছাড়া পাওয়া ওই অভিযুক্তকে ফের এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পুলিশের সন্দেহ, অভিযুক্ত বিকৃত মনস্ক। বরেলীর অতিরিক্ত পুলিশ সুপার মুকেশচন্দ্র মিশ্র জানান, অভিযুক্ত বাড়িতে একাই থাকতেন। তিন দিদির বিয়ে হয়ে গিয়েছে। বাবা-মা এবং ভাইয়ের মৃত্যু হয়েছে।