গ্রাফিক— সনৎ সিংহ।
ইন্ডিয়া গেটে বসতে চলেছে নেতাজির পূর্ণাবয়ব প্রস্তর মূর্তি। আপাতত সেখানে শোভা পাচ্ছে স্যালুটরত নেতাজি সুভাষের হলোগ্রাম। কিন্তু ‘শোলে’, ‘দিওয়ার’ খ্যাত সেলিম-জাভেদের জাভেদ আখতারের পছন্দ হচ্ছে না নেতাজি মূর্তির ভঙ্গি। সারাদিন ওই এলাকা যানচলাচলে ব্যস্ত থাকে। তার মাঝখানে নেতাজি দাঁড়িয়ে থাকবেন স্থানুবৎ। কবি, সুরকার জাভেদের মতে তা হবে নেতাজির অমর্যাদা।
The idea of Neta ji statue is fine but the choice of the statue is not right all day the the traffic will be moving around it and the Statue will be standing in the pose of a salute It is below his dignity It should be either sitting or raising his fist as if raising a slogan
— Javed Akhtar (@Javedakhtarjadu) January 27, 2022
ইন্ডিয়া গেট চত্বরে নেতাজির মূর্তি বসানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও তাঁর বক্তব্য, ওই জায়গায় নেতাজি বসে আছেন কিংবা মুষ্টিবদ্ধ হাতের আদলে মূর্তি গড়ার সিদ্ধান্ত হলে ভাল হত। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, ওই এলাকায় প্রচুর গাড়ি চলাচল করে এবং সর্বক্ষণ নেতাজি স্যালুটরত অবস্থায় দাঁড়িয়ে থাকবেন। শোলের কাহিনিকারের মতে, তা হবে নেতাজির মর্যাদার অপমান। তার বদলে নেতাজির বসে থাকা কিংবা মুষ্টিবদ্ধ হাতের ভঙ্গিমার মূর্তি হলে ভাল হত।
নেতাজির জন্মদিবসের ঠিক আগে কেন্দ্রীয় সরকার জানায়, ইন্ডিয়া গেটের সামনে বসবে নেতাজির পূর্ণাবয়ব প্রস্তর মূর্তি। তাতে স্যালুটরত নেতাজিকে দেখা যাবে। রবিবার, ওই স্থানে একটি হলোগ্রাম মূর্তি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রস্তর মূর্তি নির্মাণ শেষে হলোগ্রামের জায়গায় তা স্থানান্তরিত হবে। এ নিয়ে পক্ষে বিপক্ষে তর্কের ঝড় ওঠে। এ বার তাতে শামিল সুরকার জাভেদ আখতারও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy