আগামী মাসের গোড়ায় শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলম্বোর তরফে শনিবার এমনটাই জানানো হয়েছে। যদিও নয়াদিল্লি এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি।
শনিবার শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিতা হেরাথ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, এপ্রিল মাসের শুরুতেই দ্বীপরাষ্ট্রটিতে যাচ্ছেন মোদী। এই সফরে শ্রীলঙ্কার পূর্ব ত্রিঙ্কোমালি জেলার সামপুরে একটি সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন তিনি। শ্রীলঙ্কা সরকারের সঙ্গে তাঁর একাধিক বিষয়ে সমঝোতাপত্র (মউ) স্বাক্ষর করারও কথা রয়েছে।
নয়াদিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের কথা বলতে গিয়ে শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বলেন, “আমরা আমাদের প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছি।” প্রসঙ্গত, বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসার পর গত বছর প্রথম বিদেশ সফরে ভারতে এসেছিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী অনুরাকুমার দিশানায়েকে। সেই সফরে একাধিক বিষয়ে সমঝোতা হয়েছিল দিল্লি এবং কলম্বোর মধ্যে। শ্রীলঙ্কা প্রশাসন সূত্রে খবর, মোদীর এই সফরে সেই সমঝোতা আরও পাকাপোক্ত হতে চলেছে।
আরও পড়ুন:
২০২৩ সালে শ্রীলঙ্কার রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদন সংস্থার সঙ্গে যৌথ ভাবে ১৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সম্মত হয়েছিল এনটিপিসি। শ্রীলঙ্কা সফরে সেই সৌরবিদ্যুৎ কেন্দ্রেরই উদ্বোধন করবেন মোদী। ২০১৫ সালের পর এটি প্রধানমন্ত্রী মোদীর চতুর্থ শ্রীলঙ্কা সফর হতে চলেছে।